বংটাইমস নিউজ;- হলদিয়া শিল্প শহর শারদ উৎসবের নেয় কর্মের দেবতা বিশ্বকর্ম পুজো মেতে উঠে থাকো।বিভিন্ন কারখান বিশ্বকর্মা পুজোয় পস্তুতি এখন তুঙ্গে।হলদিয়াতে বড়ো বীগ বাছেটের পুজো রয়েছে প্রায় ৪০টির মতো এছাড়া ছোটবড় মিলে প্রায় ২০০ বেশী পুজো…
বংটাইমস নিউজ;- হলদিয়া শিল্প শহর শারদ উৎসবের নেয় কর্মের দেবতা বিশ্বকর্ম পুজো মেতে উঠে থাকো।বিভিন্ন কারখান বিশ্বকর্মা পুজোয় পস্তুতি এখন তুঙ্গে।হলদিয়াতে বড়ো বীগ বাছেটের পুজো রয়েছে প্রায় ৪০টির মতো এছাড়া ছোটবড় মিলে প্রায় ২০০ বেশী পুজো হয়ে থাকে।দূর্গো পুজোর মতো শিল্পের শহর বিশ্বাকর্মা পুজোয় বিভিন্ন থিমের পুজো মন্ডম হয়েছে।
বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে হলদিয়া শহর সেজে উঠেছে।হলদিয়া রিফাইনারি শ্রমিকদের এবারে পুজো প্রয় ৫০ লাক্ষ টাকার বাজেটের পুজো,হলদিয়া বন্দরেকেনদ্রিক শিল্প শহর হওয়া জাহাজের র্পনের উপর নিরভরশিল
রিফাইনারি,নাবতার জন্য জাহাজ বন্দরে ঢুকতে সমস্যর সমুখিন। তাই এবারে পুজোর থিম জাহাজ কর্মকত্তা সত্ত রঞ্জর সাহু বলেন।এছাড়া ১৭ লক্ষ টাকা দুস্থদের সাহাজাথে রেখেছে এবং অসুস্থ রোগিদের সাহাযাথে রয়েছে ১০ লক্ষ টাকা।
প্রতিবন্দীদের বেটারি চালিত হুইল চেয়ার,দুঃস্থ ছাত্রছাত্রী দের সাহায্য,প্রায় ২৬ টি প্রথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে বই খাতা দেওয়া কর্মসুচী রেখা হয়েছে বলে জানান পুজো কমিটির সাপতি সত্তরঞ্জন সাহু বলেন।
No comments