বংটাইমস নিউজ;- শারদ উৎসবের মতো শিপ্পশহর হলদিয়া কর্মের দেবতা বিশ্বকর্ম পুজো মেতে উঠে থাকো।বিভিন্ন কারখান বিশ্বকর্মা পুজোয় প্রস্তুতি এখন তুঙ্গে।হলদিয়াতে বড়ো বীগ বাছেটের পুজো রয়েছে প্রায় ৪০টির মতো এছাড়া ছোটবড় মিলে প্রায় ২০০ বেশী …
বংটাইমস নিউজ;- শারদ উৎসবের মতো শিপ্পশহর হলদিয়া কর্মের দেবতা বিশ্বকর্ম পুজো মেতে উঠে থাকো।বিভিন্ন কারখান বিশ্বকর্মা পুজোয় প্রস্তুতি এখন তুঙ্গে।হলদিয়াতে বড়ো বীগ বাছেটের পুজো রয়েছে প্রায় ৪০টির মতো এছাড়া ছোটবড় মিলে প্রায় ২০০ বেশী পুজো হয়ে থাকে।দূর্গো পুজোর মতো শিল্পের শহর বিশ্বাকর্মা পুজোয় বিভিন্ন থিমের পুজো মন্ডম হয়েছে।বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে হলদিয়া শহর সেজে উঠেছে।হলদিয়া শিল্প এলাকায় জনসমাগম প্লাবনের রুপ নেয়।
আবাল বৃদ্ধ , কচিকাঁচারা বিশ্বকর্মাপুজোতে রাস্তায় ভীড় জমায়। রাস্তায় ভীড় নিয়ন্ত্রন করতে হলদিয়া শিল্প এলাকায় জেলা পুলিস প্রশাসন একটি গাইড ম্যাপের উদ্বোধন করল দুর্গাচকে। উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমা পুলিস অফিসার তন্ময় মুখার্জী, আই সি হলদিয়া, সি আই মহিষাদল, ভবানিপুর থানার ওসি, সুতাহাটা থানার ওসি,হলদিয়া থানার ওসি, হলদিয়া মহিলা থানার ওসি দুর্গাচক থানার ওসি , হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শুধাংশু মন্ডল, হলদিয়া পৌরসভার সি আই সি গন ও এল টিসির কর্মকর্তা এস পি ব্যনার্জী।
কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রন কখন হবে দেখে নেন একনজরে।
No comments