বংটাইমস নিউজ;- হলদিয়া শিল্প শহর কর্মের দেবতা বিশ্বকর্ম পুজো মেতে উঠেছে।বিভিন্ন কারখান বিশ্বকর্মা পুজোয় পস্তুতি এখন তুঙ্গে।হলদিয়াতে বড়ো বীগ বাছেটের পুজো রয়েছে প্রায় ৪০টির মতো এছাড়া ছোটবড় মিলে প্রায় ২০০ টির বেশী পুজো হয়ে থাকে।দূর্গ…
বংটাইমস নিউজ;- হলদিয়া শিল্প শহর কর্মের দেবতা বিশ্বকর্ম পুজো মেতে উঠেছে।বিভিন্ন কারখান বিশ্বকর্মা পুজোয় পস্তুতি এখন তুঙ্গে।হলদিয়াতে বড়ো বীগ বাছেটের পুজো রয়েছে প্রায় ৪০টির মতো এছাড়া ছোটবড় মিলে প্রায় ২০০ টির বেশী পুজো হয়ে থাকে।দূর্গো পুজোর মতো শিল্পের শহর বিশ্বাকর্মা পুজোয় বিভিন্ন থিমের পুজো মন্ডম হয়েছে।
বিশ্বকর্মাপুজোকে কেন্দ্র করে হলদিয়া শহর সেজে উঠেছে।রবিবার একটি বেসরকারি কোম্পানির পুজো উদ্ভোদন করলেন মাননিয় হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী মন্ত্রী শুভেন্দু অধিকারী।সঙ্গে ছিলেন পৌরসভার চেয়ারমেন শ্যামল কুমার আদক।সেবামুলক কাজে বেশ কয়েক জন প্রতিবন্ধি যুবকে হুইলচেয়ার প্রদান করা হয়।
No comments