Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

নতুন থিমের ভাবনা সানরাইজ ক্লাবও গ্রামবাসীবৃন্দের পূজোয়

বংটাইমস নিউজ;- প্রতিবছরই কিছুনা কিছু নতুন থিমের ভাবনা থাকে পশ্চিম মেদিনীপুরের দাসপুর ব্লকের পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীবৃন্দের পূজোয়।তবে এবারেও খামতি নেই নতুন ভাবনার।পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এলাকার মৃৎ শিল্পীদের ছোঁয়া…


বংটাইমস নিউজ;- প্রতিবছরই কিছুনা কিছু নতুন থিমের ভাবনা থাকে পশ্চিম মেদিনীপুরের দাসপুর ব্লকের পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীবৃন্দের পূজোয়।তবে এবারেও খামতি নেই নতুন ভাবনার।পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এলাকার মৃৎ শিল্পীদের ছোঁয়ায় প্রতিমা ও রামতারক এলাকার শিল্পীদের স্পর্শে মনমাতানো মন্ডপ সজ্জায় রাঙিয়ে তুলবে পূজোর কয়েকটা দিন।তবে এবারের পূজোর থিমের ভাবনা একটু ভিন্নরূপ।অবিভক্ত মেদিনীপুরের মহান মানুষ বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিবস উপলক্ষে মন্ডপে ফুটিয়ে তোলা হবে বর্নমালা অ আ ক খ।সাথে

ডালশষ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে বাংলার মনিষিদের চিত্রপট।অন্যদিকে মন্ডপের ভেতরে  থাকবে মনমুগ্ধকর একটি কাল্পনিক জগত।এছাড়া মন্ডপ অনুযায়ী সুদৃশ্য প্রতিমা নজর কাড়বেই সকলের।ক্লাব সংস্থার আশা এবছরও এলাকায় মানুষের মন যেমন কাড়বে অন্যদিকে সেরার সেরা শিরোপা তারাই ছিনিয়ে আনবে।সবমিলিয়ে দিনরাত এককরে জোরকদমে চলছে মন্ডপ ও প্রতিমা তৈরীর কাজ।

No comments