বংটাইমস নিউজ;- এবারে হলদিয়া বন্দরের সমস্য তুলে ধরে বিশ্বকর্মা পুজোর থিম জাহাজ তৈরী করল হলদিয়া রিফাই নারি শ্রমিক কর্মচারীদের পুজো মন্ডব। আজ হলদিয়া রিফাইনারি শ্রমিকের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজা সংবাদিক বৈঠক করে বলেন শ্রমিক নেতা পুজ…
বংটাইমস নিউজ;- এবারে হলদিয়া বন্দরের সমস্য তুলে ধরে বিশ্বকর্মা পুজোর থিম জাহাজ তৈরী করল হলদিয়া রিফাই নারি শ্রমিক কর্মচারীদের পুজো মন্ডব। আজ হলদিয়া রিফাইনারি শ্রমিকের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজা সংবাদিক বৈঠক করে বলেন শ্রমিক নেতা পুজোকমিটির জয়েন্ড সেক্রেটারি সোত্ত রঞ্জন সাহু বলেন আন্যান্য কারখানার মতো হলদিয়া রিফাইনারি ডকের উপর নির্ভর শীল।ইডেন চেনেলের কাজ হচ্ছে না।জানাজ না এলে রিফাইনারি অবস্থা
খারাপ হবে।তাই কর্মের দেবতা বিশ্বকর্মা মন্ডবের থিম প্রবিবাদ সরূপ জাহাজ তৈরী করা হয়েছে।এছাড়া উপস্থিত ছিলেন শ্রীদেব মন্ডল,ওর্য়রকীং প্রেসিডেন্ট সেক নুরহোসেন অন্যান্য নেতৃবিন্দ।এবারে বাজেট রয়েছে ৫০ লক্ষটাকা,দুঃস্থ দের সাহাজাথে ১৭ লক্ষটাকা বাজেট থেকে রাখা হয়েছে।প্রায় ২৬টি স্কুলে ৪০০০ হাজার ছাত্রছাত্রীদেরকে খাতা কলম তোলেদেওয়া হবে।দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রী ৪০ জনকে হলদিয়া রিফাইনারি মেনেজমেন্ট ও শ্রমিক কর্মচারীদের দুটি
পুজো কোমিটি ৫০০০ টাকা করে তোলে দেওয়া হবে।দুঃস্থ গোরিব রোগিদের ৫০০০ হাজার টাকা করেতোলে দেওয়া হবে।রুগিদের ফলদান,রক্তদানও সংকৃতি অনুষ্ঠান রয়েছে।
No comments