Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

বিলুপ্তি হওয়া দেশীয় মাগুর ও শিঙি মাছের পোনা বিনামূল্যে বিতরণ মৎস্য দপ্তরের

বংটাইমস নিউজ;- মৎস্য দপ্তরের উদ্যোগে, মাগুর শিঙ্গির মতো জিওল মাছ চাষের প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য হলদিয়ায় সোমবার ১৬ই সেপ্টেম্বর দশ জন বেনিফিশিয়ারীকে জিওল মাছের পোনা (মাগুর ও শিঙ্গি )  বিনামূল্যে বিতরন করা হয় । প্রত্যেককে ১২০…



বংটাইমস নিউজ;- মৎস্য দপ্তরের উদ্যোগে, মাগুর শিঙ্গির মতো জিওল মাছ চাষের প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য হলদিয়ায় সোমবার ১৬ই সেপ্টেম্বর দশ জন বেনিফিশিয়ারীকে জিওল মাছের পোনা (মাগুর ও শিঙ্গি )  বিনামূল্যে বিতরন করা হয় । প্রত্যেককে ১২০০ টি সংখ্যায় জিওল (মাগুর ও শিঙ্গি )  পোনা ও ২৫ কেজি চুন তুলে দেন হলদিয়ার বিডিও তুলিকা দত্ত ব্যানার্জী, হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত কুমার হাজরা, সহ সভাপতি সাইফুল ইসলাম, মৎস্য কর্মাধ্যক্ষ গোকুল মাঝি ও হলদিয়ার মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু ।   বর্তমানে আবহাওয়া পরির্বতন ও জমিতে কীটনাশক প্রয়োগের পাশাপাশি পুকুর, নালা, খাল-বিল, ডোবা ও বড় বড় পুকুর ভরাট করে বসতবাড়ি নির্মাণ করায় বিলুপ্তির পথে দেশীয় মাগুর শিঙ্গি মাছ।  আর তাই মাগুর চাষে উৎসাহ দিচ্ছে মৎস্য দপ্তর। জানা গেছে পূর্ব

মেদিনীপুর জেলায় মোট ৮১ জন কে এই মাগুর মাছের পোনা দেওয়ার উদ্যোগ রয়েছে।   প্রাপকদের নিয়মিত ব্লক মৎস্য দপ্তরে যোগাযোগ রাখা, সময়মতো পুকুরের জল পরীক্ষা করা ও প্রয়োজনীয় পরামর্শ নিয়ে জিওল মাছের চাষ করার বার্তা দেন হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু।  বিলুপ্তি হওয়া দেশীয় মাগুর, শিঙ্গি মাছের পোনা মাছ চাষিদের মাঝে বিনামূল্যে বিতরণ করে দেশি মাগুর ও শিঙ্গি মাছ চাষের প্রতি আগ্রহী করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে ।প্রসঙ্গত উল্লেখ্য,  “হাইব্রীড মাগুর” বলে আমরা যা শুনি তা আসলে আফ্রিকান ক্যাট ফিস বা ক্লারিয়াস গ্যারিপিনিয়াস । আর এই মাছ নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। আসলে পরিবেশ বাস্তুতন্ত্রের ওপর এর ক্ষতিকারক প্রভাব রয়েছে। যাতে  চাষি ভাইয়েরা পরিবেশ  সম্পর্কে সচেতন হয়ে এই হাইব্রিড মাগুরের পরিবর্তে দেশী মাগুর চাষে উৎসাহ বাড়াতে তৎপর মৎস্য দপ্তর।

No comments