বংটাইমস নিউজ;- দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মাছ বোঝাই লরি নয়নজউলির পাশে উল্টে গেল আহত ২ । সোমবার লরিটি পাস দিতে গিয়ে উল্টো যায়। দিঘা নন্দকুমার জাতীয় সড়কের মারিশদা লোকাল বোর্ড বাসস্ট্যাণ্ডের কাছে ঘটে। এই জেরে জাতীয় সড়ক অবর…
বংটাইমস নিউজ;- দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মাছ বোঝাই লরি নয়নজউলির পাশে উল্টে গেল আহত ২ । সোমবার লরিটি পাস দিতে গিয়ে উল্টো যায়। দিঘা নন্দকুমার জাতীয় সড়কের মারিশদা লোকাল বোর্ড বাসস্ট্যাণ্ডের কাছে ঘটে। এই জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
ঘটনার স্থলে ছুটে আসে মারিশদা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশ লরির চালক ও খালিশীকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালের পাঠিয়েছে। লরিটি কাঁথি থেকে ভেনামি চিংড়ি নিয়ে নন্দকুমারের দিকে যারছিল। মারিশদা থানার পুলিশ লরিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
No comments