বংটাইমস নিউজ;- কোলাঘাটের গৌরাঙ্গচক জি বি কে এন সম্মিলনী সংঘের পূজোর মন্ডপ কোথায় হবে তাই নিয়ে দিশেহারা ক্লাব কর্তৃপক্ষ।কোলাঘাট ব্লকের বৈষ্ণবচক গ্রামপঞ্চায়েত এলাকার পাশাপাশি চারটে গ্রাম গৌরাঙ্গচক,বৈষ্ণবচক,কিসমত খয়রা,নিজ খয়রা র মান…
বংটাইমস নিউজ;- কোলাঘাটের গৌরাঙ্গচক জি বি কে এন সম্মিলনী সংঘের পূজোর মন্ডপ কোথায় হবে তাই নিয়ে দিশেহারা ক্লাব কর্তৃপক্ষ।কোলাঘাট ব্লকের বৈষ্ণবচক গ্রামপঞ্চায়েত এলাকার পাশাপাশি চারটে গ্রাম গৌরাঙ্গচক,বৈষ্ণবচক,কিসমত খয়রা,নিজ খয়রা র মানুষজনেরা দীর্ঘ ২১ বছর চারটি গ্রামের সংযোগস্থল গৌরাঙ্গচক স্কুল সংলগ্ন মাঠেই পূজো হয়ে আসছিলো।তবে এই বছর কিছু স্থানীয় মানুষজনের বাধাদানের ফলে ঐ স্থানে পূজো আদৌ
হবে কিনা তাই এখন সন্ধিহান পূজোকমিটির।পূজো আর মাত্র হাতেগোনা কিছুদিন বাকি।প্রতিমার কাজ প্রায় শেষের পথে।কিন্তু কোন স্থানে পূজো হবে সেই কারনে মন্ডপের এখনো একটি বাঁশও প্যান্ডেল করার জন্য পোঁতা হয়নি।প্রশাসনের দ্বারস্থ হলেও এখনও সমাধানের পথ বেরিয়ে আসেনি।ফলে এখন রীতিমতো চিন্তার ভাঁজ পূজোকমিটির।
No comments