বংটাইমস নিউজ;- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত ভোগপুর আঞ্চলিক ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের পূজো এবছর ৩৯ এ পদার্পন করলো।প্রতিবছরের মতো এবছরও নতুন ভাবনায় মন্ডপসজ্জা থেকে প্রতিমায় নতুনত্ব রাখার চেষ্টা করে চলেছে।আর এই কারনে …
বংটাইমস নিউজ;- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত ভোগপুর আঞ্চলিক ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের পূজো এবছর ৩৯ এ পদার্পন করলো।প্রতিবছরের মতো এবছরও নতুন ভাবনায় মন্ডপসজ্জা থেকে প্রতিমায় নতুনত্ব রাখার চেষ্টা করে চলেছে।আর এই কারনে ভোগপুর স্টেশন চত্বরের এই পূজোয় বহু দর্শনার্থী জনসমাগম ঘটে।পূজো হাতে আর বেশী সময় নেই।তাই অন্যান্য জায়গার মতো ভোগপুর আঞ্চলিক ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের পূজো
উদ্যোক্তারাও এখন চরম ব্যস্ত।দিনরাত এককরে কাজ করে চলেছে প্রতিমা শিল্পী থেকে মন্ডপ সজ্জার শিল্পীরা।পূজো উদ্যোক্তার এক কর্মকর্তা অঙ্কন মাইতি জানান,এবছর মন্ডপ এলাকায় মানুষজনের নজর কাড়বেই।পুরোপুরি বাঁশের কাজে পরিপূর্ণ থাকবে মন্ডপ।প্রাচীন আটচালার আকৃতির আদলে চারদিক খোলা থাকবে মঞ্চ।বিশেষ একপ্রকার বাঁশদিয়ে নানাভাবে সুসজ্জিত থাকবে মন্ডপটি।পাশাপাশি পূরো মন্ডপ জুড়ে থাকবে বিদ্যাসগরের ২০০ বছর জন্মদিবস উপলক্ষ্যে তার জীবনের নানা কাহিনী তুলে ধরা হবে মন্ডপের বাইরে শ্লেটের মাধ্যমে।মেদিনীপুরের এই বীর সন্তানকে তাঁর জন্মদিবসে এভাবেই সন্মাননা জ্ঞাপন করবে এই পূজোকমিটি।আর এই মন্ডপসজ্জার নামকরন করা হবে বর্ণপরিচয়।আর এবছররের থিম সর্বজনের শারদোৎসব।তবে প্রতিমার ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য থাকবে এবছর।দেবীর হাতে থাকবেনা কোন অস্ত্র।দেবীকে জ্ঞানের দেবী হিসাবে পূজিতা হবেন।তাই দেবীর একহাতে থাকবে কলম।
সবমিলিয়ে পুজো কমিটির আশা এবছরও ভোগপুরের এই পূজো দেখতে হাজারো মানুষ ভিড় জমাবেন প্রতিদিন।পঞ্চমিতে মঞ্চের উদ্বোধন রয়েছে।নবমীতে প্রতিবছরের মতো এবছরও থাকছে কুমারী পূজো।সবমিলিয়ে পূজোর কটাদিন থাকবে রীতিমতো জমজমাট এই পূজোমন্ডপে এমনটাই আশা পূজোকমিটির।তাই এখন থেকেই সাজোসাজো রব ভোগপুর গ্রামে।তবে বৃষ্টি কিছুটা ব্যঘাত ঘটালেও তা উপেক্ষা করেই দিনরাত এককরে চলছে পুরোদমে কাজ।
No comments