Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

৪৮ঘন্টা পরে সমুদ্র ফিরিয়ে দিল আবিরকে

 বংটাইমস নিউজ; সোমবার ভোরে নিউ দিঘার মেরিনা ঘাটে মুদ্র ফিরিয়ে দিয়েছে আবিরকে। ল্যাটেরাইট বোল্ডারের খাঁজ থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বাবা, মা আর দিদির সঙ্গে হুগলির জঙ্গিপাড়ার বছর আবির  দিঘা এসেছিল, ছিল আরও কয়েকজন সদস্য। শন…


 বংটাইমস নিউজ; সোমবার ভোরে নিউ দিঘার মেরিনা ঘাটে মুদ্র ফিরিয়ে দিয়েছে আবিরকে। ল্যাটেরাইট বোল্ডারের খাঁজ থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বাবা, মা আর দিদির সঙ্গে হুগলির জঙ্গিপাড়ার বছর আবির  দিঘা এসেছিল, ছিল আরও কয়েকজন সদস্য। শনিবার বাবা রণজিৎ ধাড়া এবং মা পূর্ণিমা আবির ও তার দিদি অনুষ্কাকে পাড়ে বসিয়ে স্নানে নেমেছিল।কিছুক্ষণ পর ওরা এসে দেখেন আবির নিখোঁজ। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন দম্পতি। শনিবার দুপুর থেকেই খোঁজ শুরু হয়েছিল কিন্তু শনিবার ও রবিবার দিনভর খুঁজে পাওয়া যায়নি তাকে । সিসিটিভির ক্যামেরাতেও মেলেনি কোনও ছবি।

একটা সময় ধরেই নেওয়া হয়েছিল দিদির অন্যমনস্কতার সুযোগ নিয়ে কেউ কোনও লোভ দেখিয়ে তুলে নিয়ে গেছে আবিরকে। সে যে সমুদ্রে নেমে গেছে এমনটা নজরে পড়েনি কারও। খেলার ছলে অন্যমনস্ক ছোট্ট দিদিও দেখতে পায়নি কখন কোথায় গেল ভাই। ফলে ধন্দে ছিল পুলিশও।দিঘার ইতিহাসে পর্যটকদের শিশু চুরি বা কিডনাপ হয়েছে এমন ঘটনাও কোনও দিন ঘটেনি। আবার সমুদ্রে ডুবে গেলে যে সময়ের মধ্যে সাধারনত দেহ ফিরিয়ে দেওয়ার কথা দেহ ফেরেনি তার অনেকটা সময় অতিক্রান্ত  হওয়ার পরেও দেহ না মেলায় রহস্য ক্রমশ ঘনীভূত হতে থাকে। অবশেষে রহস্য উন্মোচন করল সমুদ্রই সোমবার সাতসকালেই ফিরিয়ে দিল আবিরের দেহ।

No comments