বংটাইমস নিউজ;- হলদিয়া ছাত্রীকে খুনের ঘটনায় দোষির ফাঁসির দাবি নিয়ে স্কুল পড়ুয়ারা হাতে প্ল্যাগার হাতে মৌন মিছিল করেন।কয়েক কিলোমিটার মিছিল করে পখর রৌদের মধ্য কয়শ ছাত্রছাত্রী ঐ ছাত্রীর বাড়িতে যায়।
তাদের সঙ্গে ছিল রামগোপালচকে প্রধান শ…
বংটাইমস নিউজ;- হলদিয়া ছাত্রীকে খুনের ঘটনায় দোষির ফাঁসির দাবি নিয়ে স্কুল পড়ুয়ারা হাতে প্ল্যাগার হাতে মৌন মিছিল করেন।কয়েক কিলোমিটার মিছিল করে পখর রৌদের মধ্য কয়শ ছাত্রছাত্রী ঐ ছাত্রীর বাড়িতে যায়।
তাদের সঙ্গে ছিল রামগোপালচকে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা।ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা সবাই মিলে চাঁদা তুলে ৫ হাজার টাকা ঐ ছাত্রীর মায়ের হাতে তোলে দেওয়া হয়।স্কুলের পড়ুয়াদেরকে দেখে
ছাত্রীর মা কাঁন্নায় ভেঙ্গে পড়ে। রামগোপাল চকে একাদশ ও দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা হলদিয়া থানাঘেরাও করে দোষির শাস্তির দাবিতে।স্কুলের তরফ থেকে একটি স্বারকলিপি তোলে দেওয়া হয়।সমবার সন্ধে নাগাত খুন হওয়া ছাত্রী
বাড়িতে সমবেদনা জানাতে যায় পূর্বমেদিনীপুরে জেলা শিক্ষা কর্মধ্যক্ষ মধুরিমা মন্ডল,পৌরসভার চেয়ার মেন শ্যামল আদক।তাঁরা এদিন ছাত্রীর মা ও বাবার সঙ্গে দেখা করেন ও সমস্ত রকমে সহযোগিতার আশ্বাস দেন।
No comments