বংটাইমস নিউজ;- দিঘায় বেড়াতে এসে সাত বছরের ছেলেকে হারিয়ে থানার দ্বারস্থ হলেন বাবা মা। দিঘার জগন্নাথ ঘাট থেকেই আবির ধাড়া(৭) নামে শিশুটি হারিয়ে যায়। হুগলীর জলঙ্গীপাড়া থেকে শনিবার বেড়াতে এসেছিলেন ৬০ জনের পর্যটক দল। সেই দলেই বাবা মায়ে…
বংটাইমস নিউজ;- দিঘায় বেড়াতে এসে সাত বছরের ছেলেকে হারিয়ে থানার দ্বারস্থ হলেন বাবা মা। দিঘার জগন্নাথ ঘাট থেকেই আবির ধাড়া(৭) নামে শিশুটি হারিয়ে যায়। হুগলীর জলঙ্গীপাড়া থেকে শনিবার বেড়াতে এসেছিলেন ৬০ জনের পর্যটক দল। সেই দলেই বাবা মায়ের সঙ্গে বাচ্চা ছেলেটিও এসেছিলো দিঘায়। জানা গেছে, নিজেদের শিশু
সন্তানকে সমুদ্র তীরে বসিয়ে রেখেই স্নানে নেমেছিলেন তাদের বাবা মা। পাশে তার ৯ বছরের দিদিকেও বসিয়ে রেখে গিয়েছিলেন। স্নান শেষ করে তীরে উঠে দেখেন মেয়ে আছে, কিন্তু তাদের ছেলে নেই! পুলিশের কাছে জানানোর পর
খোঁজাখুঁজি চললেও এখন ওই শিশুর খোঁজ পাওয়া যায়নি। বাবা মায়ের পেছন পেছন গিয়ে শিশুটি সমুদ্রে নেমে তলিয়ে গিয়েছে কিনা তাও খোঁজ করা চলছে।
No comments