বংটাইমস নিউজ;- রবিবার পাঁশকুড়া ব্লকের মাইশোরা প্রাথমিক বিদ্যালয়ে জাহান এ চিস্তি ট্রাস্ট ও সুফি খানকাহী এ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও বিনা ব্যয়ে স্বস্থ্য পরীক্ষা শিবির।রবিবার সকাল থেকেই চলে এই মহতি অনুষ্ঠান…
বংটাইমস নিউজ;- রবিবার পাঁশকুড়া ব্লকের মাইশোরা প্রাথমিক বিদ্যালয়ে জাহান এ চিস্তি ট্রাস্ট ও সুফি খানকাহী এ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও বিনা ব্যয়ে স্বস্থ্য পরীক্ষা শিবির।রবিবার সকাল থেকেই চলে এই মহতি অনুষ্ঠান স্থানীয় এলাকার গ্রামবাসীরা রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নেয়।এদিন ৭০ জন
রক্তদাতা রক্তদেন এই অনুষ্ঠানে। তবে এদিন সম্প্রীতির বার্তা নিয়ে পাঁশকুড়া ব্লকের বিডিও ধেনদুপ ভুটিয়া রক্তদান করেন এই অনুষ্ঠানে।এদিন বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দ কুমার মিশ্র,পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি কুরবান শাহ সহ জাহান এ চিস্তির ধর্মপ্রান মানুষজনেরা।এছাড়াও এদিন বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান।
No comments