Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

৪০ ফুট উচ্চতা ২০ হাত বিশিষ্ট দেবী দূর্গা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া তরুন তীর্থ ক্লাবে

বংটাইমস নিউজ;- এবছর আবারো পূজোয় নজর কাড়বে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের গোগ্রাস কেশববাড় জে কে তরুন তীর্থ ক্লাবের দূর্গা পূজো।গত বছরের মতো এবছরও বলা যেতে পারে দীর্ঘতম প্রতিমা।এই ক্লাবের এবছর ১৫ তম বর্ষে পদার্পন করছে পূজো।তবে এ…


বংটাইমস নিউজ;- এবছর আবারো পূজোয় নজর কাড়বে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের গোগ্রাস কেশববাড় জে কে তরুন তীর্থ ক্লাবের দূর্গা পূজো।গত বছরের মতো এবছরও বলা যেতে পারে দীর্ঘতম প্রতিমা।এই ক্লাবের এবছর ১৫ তম বর্ষে পদার্পন করছে পূজো।তবে এবারের পূজোর থিম ৪০ ফুট উচ্চতা সম্পন্ন দেবী দূর্গা এবং ২০ হাত বিশিষ্ট দেবী।গতবচরেও একই উচ্চতার দেবী দূর্গা হয়েছিলো।তাই দর্শনার্থীদের চাহিদামাফিক পূজো কমিটি এবছরও জেলার

সর্বাধিক উচ্চতা বিশিষ্ট দেবী দূর্গা পূজিতা হবেন এই পাঁশকুড়া ব্লকের প্রত্যন্ত গ্রামে।পূজো কমিটির আশা জেলার দীর্ঘতম প্রতিমা দেখতে রেকর্ড পরিমান ভিড় হবে এই মন্ডপে।এবছর মহাপঞ্চমীর দিন উদ্বোধন হবে মন্ডপ।প্রতিমা উন্মোচন করবেন চলচ্চিত্র অভিনেত্রী ইন্দ্রানী দত্ত।প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রায় একমাস আগে থেকে স্থানীয়

রঘুনাথবাড়ি এলাকার যুবক প্রতিমা শিল্পী প্রসেনজিৎ সামন্ত প্রতিমা তৈরীতে হাত লাগান।এখন পুরোদমে কাজ চলছে।তবে বৃষ্টি কিছুটা চিন্তায় ফেলেছে।পাশাপাশি মন্ডপসজ্জার কাজও চলছে পুরোদমে।বৃষ্টিউপেক্ষা করে বিশাল আকৃতির মন্ডপের কাজ চলছে।এবছর মন্ডপও প্রাচীন একটি মন্দিরের আদলে করা হচ্ছে।সবমিলিয়ে জোরকদমে চলছে মন্ডপ ও প্রতিমা তৈরীর কাজ।

No comments