বংটাইমস নিউজ;- ধর্মঘটের ডাক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির,হিমঘরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে।২ সেপ্টেম্বর হিমঘরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু বিক্রি বন্ধের ডাক। পরিস্থিতি সামলাতে সংগঠনের ৩ জনের সঙ্গে বৈঠকে বসছে সরকার। আজই নবান্নে হ…
বংটাইমস নিউজ;- ধর্মঘটের ডাক প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির,হিমঘরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে।২ সেপ্টেম্বর হিমঘরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু বিক্রি বন্ধের ডাক। পরিস্থিতি সামলাতে সংগঠনের ৩ জনের সঙ্গে বৈঠকে বসছে সরকার। আজই নবান্নে হবে বৈঠক। ১ সেপ্টেম্বর থেকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হিমঘর অ্যাসোসিয়েশন। হিমঘরগুলির সামনে এই সংক্রান্ত নোটিসও দেওয়া হয়েছে। প্রতি কুইন্টাল আলুতে আগে ১৪৮ টাকা নেওয়া হত।
এখন তা বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। এরই প্রতিবাদে ২ সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে আলু ব্যবসায়ীদের সংগঠন। মরশুমের মাঝে হিমঘরের ভাড়া বাড়লে ক্ষতির সম্মুখীন হতে হবে। দাবি আলু ব্যবসায়ী সমিতির।
No comments