বংটাইমস নিউজ;- অর্থমন্ত্রীকে চিঠি ‘ক্ষুব্ধ’ অমিত মিত্র,জি এস টি-তে ₹১ লাখ কোটির প্রতারণা ।জি এস টি কাউন্সিলের চেয়ারপার্সন হিসেবে এই বিষয়গুলি নিয়ে কাউন্সিলের পরবর্তী বৈঠকে আলোচনার জন্যও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে অনুর…
বংটাইমস নিউজ;- অর্থমন্ত্রীকে চিঠি ‘ক্ষুব্ধ’ অমিত মিত্র,জি এস টি-তে ₹১ লাখ কোটির প্রতারণা ।জি এস টি কাউন্সিলের চেয়ারপার্সন হিসেবে এই বিষয়গুলি নিয়ে কাউন্সিলের পরবর্তী বৈঠকে আলোচনার জন্যও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে অনুরোধ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।চিঠিতে রাজ্যের অর্থমন্ত্রীর আশঙ্কা, জি এস টি-কে ব্যবহার করে প্রতারণার অঙ্ক ₹১ লাখ কোটি ছাপিয়ে যেতে পারে।প্রসঙ্গত, অর্থ মন্ত্রকের হিসেবে ৩০ জুন পর্যন্ত প্রতারণার অঙ্ক ₹৪৫ হাজার কোটির বেশি।রাজ্যসভায় এই অঙ্কের কথা জানিয়েছেন অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর।
এই সময় ডিজিটাল ডেস্ক: জি এস টি নিয়ে কেন্দ্রীয় এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে কড়া চিঠি পাঠালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর অভিযোগ, তাড়াহুড়ো করে জি এস টিচালু করতে গিয়ে আদতে করফাঁকির সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আরও বিস্ফোরক অভিযোগ, প্রস্তুতি ছাড়াই জি এস টি-র কারণে হাওয়ালা লেনদেনও বাড়ছে। তাড়াহুড়ো করে জি এস টি চালু করতে গিয়ে প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি প্রস্তুত করতে পারেনি কেন্দ্র। এর ফলে কেউ ভুয়ো বিল দেখিয়ে করছাড় প্রতারণা করছে কিনা, তা ধরতে পারছেন না অর্থ মন্ত্রকের কর্তারা। অমিত মিত্রের দাবি, 'এই জন্যই জি এস টি থেকে আয় উল্লেখযোগ্য হারে বাড়ছে না।'
জি এস টি সমস্যা মেটাতে দ্রুত ৪টি পদক্ষেপ করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন অমিত মিত্র। ১) প্রতারণা নিয়ে বিস্তারিত তদন্ত; ২) বাতিল হওয়া সমস্ত জি এস টি নম্বর ও পেন নম্বর খতিয়ে দেখা; ৩) জি এস টি রিটার্নের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সম্পূর্ণ পালটে দেওয়া; ৪) জি এস টি রিটার্নে প্রতারণা হলে, তা ধরতে রিয়াল-টাইম তথ্যপ্রযুক্তি ব্যবস্থা করা।
GST কাউন্সিলের চেয়ারপার্সন হিসেবে এই বিষয়গুলি নিয়ে কাউন্সিলের পরবর্তী বৈঠকে আলোচনার জন্যও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে অনুরোধ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
No comments