নিজস্ব সংবাদঃ- অতিবৃষ্টিতে কোলাঘাটের বাবুয়া গ্রামে নদীপাড়ের রাস্তায় ধ্বস।আর এই কারনেই ক্ষিপ্তগ্রামবাসীরা রাস্তা বন্ধ করে অবরোধ শুরু হয়েছে।আর এরফলেই কোলাঘাট- তমলুক রুটে জানচলাচল ব্যহত। এলাকাবাসীদের অভিযোগ কোলাঘাটের বাবুয়া গ্রামে র…
নিজস্ব সংবাদঃ- অতিবৃষ্টিতে কোলাঘাটের বাবুয়া গ্রামে নদীপাড়ের রাস্তায় ধ্বস।আর এই কারনেই ক্ষিপ্তগ্রামবাসীরা রাস্তা বন্ধ করে অবরোধ শুরু হয়েছে।আর এরফলেই কোলাঘাট- তমলুক রুটে জানচলাচল ব্যহত। এলাকাবাসীদের অভিযোগ কোলাঘাটের বাবুয়া গ্রামে রূপনারায়ন নদীপাড়ের রাস্তাটি বেশকিছুদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।এই নদীপাড়ের রাস্তায় প্রায় ২০ ফুট এলাকা নিয়ে বেশ কিছুদিন ধরে ফাটল দেখা দিয়েছিলো।গতকাল থেকে ব্যপক বৃষ্টির কারনে বেশ কিছুটা গভীরতা নিয়ে বসে যায়।ফলে যেকোন মুহুর্তে এর ফাটলের গভীরতা বাড়তে পারে।গ্রামবাসীদের অভিযোগ বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন কাজ হয়নি।
শনিবার সকালথেকে নদীপাড়ের রাস্তাটি আরো বসে যাওয়ার করনে ক্ষিপ্ত গ্রামবাসীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখায়।ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার পুলিশ।তবে বিক্ষোভ উঠলেও রাস্তার যাতায়াতের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।তবে গ্রামবাসীদের আতঙ্ক যদি দ্রুত সারাই না করা হয় তাহলে বৃষ্টি বাড়লে রাস্তার ফাটল আরো বাড়বে।ঘটতে পারে দুর্ঘটনা।


No comments