Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

ভারি বৃষ্টিতে কলকাতার রাজপথ পুকুর ! কী সাফাই দিল কলকাতা পুরসভা ?

নিজস্ব সংবাদদাতা :ভারি বৃষ্টিতেই কলকাতা যেন মু্ম্বই । হাঁটু সমান জল  । জমা জলের কারণে আটকে পড়া বাস, অটো, ট্যাক্সি । আর সেই দুর্বিসহ পরিস্থিতিতে আটকে পড়া সাধারণ মানুষের নাজেহাল পরিস্থিতি । এই অবস্থায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে শ…


নিজস্ব সংবাদদাতা :ভারি বৃষ্টিতেই কলকাতা যেন মু্ম্বই । হাঁটু সমান জল  । জমা জলের কারণে আটকে পড়া বাস, অটো, ট্যাক্সি । আর সেই দুর্বিসহ পরিস্থিতিতে আটকে পড়া সাধারণ মানুষের নাজেহাল পরিস্থিতি । এই অবস্থায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে শহরের নিকাশী ব্যবস্থা নিয়ে ।তবে ড্যামেজ কন্ট্রোলে নেমে কলকাতা পুরসভার সাফাই, পুরোনো নিকাশী ব্যবস্থা এবং তার সঙ্গে জমা প্লাস্টিকের কারণেই রাজপথে জল জমেছে । তবে সপ্তাহের মধ্যিখানে ব্যস্ত শহরে কার্যত থমকে গেল কলকাতাবাসী । হাঁটু সমান জলে দাঁড়িয়েই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হল । তবুও মিলল না পর্যাপ্ত বাস, ট্যাক্সি । তবে নিজেদের দোষ মানতে নারাজ কলকাতা পুরসভা । কমিশনার খলিল আহমেদ দায়িত্বে রয়েছেন সাত বছর ধরে । সূত্রের খবর তিনিই নাকি কাউন্সিলর ও কর্মকর্তাদের আশ্বস্ত করেছিলন জল জমার বিষয়ে । এক কাউন্সিলারকে তিনি বলেওছিলেন, ‘সমস্ত গুরুত্বপূর্ণ শহরেই বৃষ্টির পর জল জমার সমস্যা দেখা যায়, কলকাতাও তার ব্যতিক্রম নয় ।’ পুরসভা সূত্রের খবর, জমা জল বের করার জন্য কাজ করছে ৫ হাজারটি হ্যান্ড পাম্প ও ৩৮০টি স্থায়ী পাম্প । খুব শীঘ্রই জলে নেমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানা গিয়েছে ।

No comments