নিজস্ব প্রতিবেদন:দেশে চিকিৎসা শিক্ষায় নজর মোদী সরকারের ৭৫টি নতুন মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর সঙ্গে এমবিবিএসে ১৫ হাজারেরও বেশি নতুন আসন তৈরি হবে।
দেশে চিকিৎসা শিক্ষায় নজর মোদী সরকারের। ব…
নিজস্ব প্রতিবেদন:দেশে চিকিৎসা শিক্ষায় নজর মোদী সরকারের ৭৫টি নতুন মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর সঙ্গে এমবিবিএসে ১৫ হাজারেরও বেশি নতুন আসন তৈরি হবে।
দেশে চিকিৎসা শিক্ষায় নজর মোদী সরকারের। বাজেট পেশের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার স্বাস্থ্যশিক্ষা পরিকাঠামোয় বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। দেশে যেসব জায়গায় মেডিক্যাল কলেজ নেই, মূলত সেখানেই নতুন কলেজগুলি গড়ে তোলা হয়েছে। তিন বছরের টার্গেট রেখেছে কেন্দ্র। ২০২০-২১ সালের মধ্যে নির্মাণ করা হবে ৭৫টি মেডিক্যাল কলেজ। খরচ পড়বে ২৪ হাজার কোটি টাকা। প্রকাশ জাভড়েকর জানান, দেশের যেসব প্রান্তে মেডিক্যাল কলেজ নেই, সেখানে নতুন কলেজ নির্মাণ করা হবে। সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশজুড়ে স্বাস্থ্য পরিষেবা দিতে ৭৫টি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। জেলা হাসপাতালগুলিকে উন্নীত করা হবে মেডিক্যাল কলেজে। এর ফলে ডাক্তারদের সংখ্যা বাড়বে। সহজলভ্য হবে চিকিত্সা শিক্ষা। ৩০০ বেড হয়েছে এমন জেলা হাসপাতালগুলিকে প্রাধান্য দেওয়া হবে।
No comments