নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের প্রস্তাবিত নয়া শিক্ষানীতিতে অভিমত সঙ্ঘ-স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের,স্কুলে যৌন শিক্ষার প্রয়োজনীয়তার আপত্তি জানাল । বরং প্রয়োজন অনুসারে কাউন্সেলিং করা যেতে পারে বলে মনে করছে দীননাথ বাত্রা প্রতিষ্ঠিত …
নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের প্রস্তাবিত নয়া শিক্ষানীতিতে অভিমত সঙ্ঘ-স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের,স্কুলে যৌন শিক্ষার প্রয়োজনীয়তার আপত্তি জানাল । বরং প্রয়োজন অনুসারে কাউন্সেলিং করা যেতে পারে বলে মনে করছে দীননাথ বাত্রা প্রতিষ্ঠিত ওই শিক্ষা প্রতিষ্ঠান।সামাজিক পরিস্থিতি বিচার করে সেকেন্ডারি স্কুল শিক্ষায় যৌন শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা ভেবেছে কেন্দ্র। মে মাসে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে যে জাতীয় শিক্ষানীতির খসড়া জমা দেওয়া হয়েছে, তাতে এই প্রস্তাব দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে, যৌননিগ্রহ, নারীর সম্মান, পরিবার পরিকল্পনা ইত্যাদি সম্পর্কে সচেতন হয়, সে-কথা মাথায় রেখেই এই প্রস্তাব।
No comments