নিজস্ব প্রতিবেদন:- হলদিয়া ইন্ডিয়ান অয়েলসমাধানের বছর উদজাপন কালে হলদিয়া রিফাইনারি তাদের কর্মচারীদের কে নিয়ে আলোচনা শিবিরের আয়োজন করে।বিভিন্ন কর্মচারি বিভিন্ন মতামত পোষন করে এবং তার প্রতিক্রিয়া করায় উপায় বেরকরে।এই শিবিরে ৫০০ কর্মচা…
নিজস্ব প্রতিবেদন:- হলদিয়া ইন্ডিয়ান অয়েলসমাধানের বছর উদজাপন কালে হলদিয়া রিফাইনারি তাদের কর্মচারীদের কে নিয়ে আলোচনা শিবিরের আয়োজন করে।বিভিন্ন কর্মচারি বিভিন্ন মতামত পোষন করে এবং তার প্রতিক্রিয়া করায় উপায় বেরকরে।এই শিবিরে ৫০০ কর্মচারি অংশগ্রহন করেছিল।হলদিয়া রিফাইনারি চিয়ারমেন মি:সঞ্জীব সিং এবং ইডি বৃজ বেহারী উপস্থিতিতে কথোপকথন শুরু হয়।প্রতিজোগিতা বাজারে টিকে থাকার জন্য তেল ও গ্যাসের উপর বিভিন্ন প্রদক্ষেপ নিতে বলেন।যে যেকাজে পরিচালনার দাইত্বে রয়েছে সেই কাজে শিক্ষাগ্রহন করার ব্যপারে বিশেষ নজর দিতে বলেন।
প্রতিটি ক্ষুদ্র প্রয়াস কর্পোরেশানে বৃদ্ধিকে ত্বরানিত করবে।



No comments