নিজস্ব প্রতিবেদন: হলদিয়া ও রায়চক ফেরি সারর্ভিস মেরামতির জন্য ২৮সে আগষ্ট থেকে সেপ্টেম্বরে ৩ তারিক পযন্ত বন্ধ থাকবে যাত্রী সাধারনকে নটিশ দিয়ে জানিয়ে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। হলদিয়া কলকাতা যাওয়া সট রাস্তা ছিল।
বেশির ভাগ যাত্রী এই রু…
নিজস্ব প্রতিবেদন: হলদিয়া ও রায়চক ফেরি সারর্ভিস মেরামতির জন্য ২৮সে আগষ্ট থেকে সেপ্টেম্বরে ৩ তারিক পযন্ত বন্ধ থাকবে যাত্রী সাধারনকে নটিশ দিয়ে জানিয়ে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। হলদিয়া কলকাতা যাওয়া সট রাস্তা ছিল।
বেশির ভাগ যাত্রী এই রুট দিয়ে যাতায়াত করত।কুকড়াহাটী ও রায়চক ঘাট দুটিই মেরামতির কাজ হবে।এই রুট থেকে কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে।এই কটাদিন যাত্রী দেরকে সমস্য সনমুখিন হতে হবে।সুতাহাটা পঞ্চায়েত সমিতির বনও ভূমি কর্মধ্যক্ষ অভিষেক দাস বলেন এই ফেরিঘাট দিয়ে কলকাতা যাওয়া অল্পসময় এই রুট।যাত্রীদের জেমন সমস্য সমুন হতে হবে,তেমন মেরামতিও প্রয়োজন রয়েছে।
এই কটাদিন বিকল্প রুটের ব্যবহারে কথা যাত্রীদের বলছেন।



No comments