নিজস্ব প্রতিবেদন;- গ্রপ ডি চাকরী করে দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা নেয় মহিষাদলের আজড়ার বাসিন্দা, প্রসেনজিৎ জানা।
অভিযোগ,দক্ষিন ২৪ পরগনার বকখলির,ফ্রেজারগন্জের বাসিন্দা তরুন কুমার দাসের কাছ থেকে আট লক্ষ টাকা নেয় চাকরি দেওয়ার জন্য…
নিজস্ব প্রতিবেদন;- গ্রপ ডি চাকরী করে দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা নেয় মহিষাদলের আজড়ার বাসিন্দা, প্রসেনজিৎ জানা।
অভিযোগ,দক্ষিন ২৪ পরগনার বকখলির,ফ্রেজারগন্জের বাসিন্দা তরুন কুমার দাসের কাছ থেকে আট লক্ষ টাকা নেয় চাকরি দেওয়ার জন্য"।তরুন কুমার দাসের মা অনিমা দাস বলেন, 2014 সালে গ্রপ ডি পরীক্ষা দেয় ছেলে
তরুন। চাকরী না পাওয়ায় হতাসায় ভূগছিল। মহিষাদলের বাসিন্দা প্রসেনজিৎ জানা চাকরী করে দেওয়ার নাম করে দু বারে 4 লক্ষ,4 লক্ষ মোট আট লক্ষ টাকা নেয়। আজ পযন্ত কাজ না হবায় টাকা ফেরত দিতে অস্বিকার করে। প্রসেনজিৎ ধরা দিতে চায় না। পরে চাপে মহিষাদলের গ্রামবাসীর সামনে স্বীকার করে। পরে মহিষাদল থানায়
অভিযোগ দায়ের করে। প্রসেনজিৎকে গ্রেপ্তার করে মহিষাদল থানার পুলিস। আজ হলদিয়া আদালতে তোলা হলে৬ দিনে পুলিশহেপাজতে নেয়।



No comments