Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

দু'মুখো মাছ নিউ ইয়র্কের দেখাগেল দম্পতির ছিপে

নিজস্ব প্রতিবেদন ;-নিউ ইয়র্কেরদেখাগেল  মাছের দুটি মুখ।  এমনই অদ্ভুত দু'মুখো মাছ উঠল নিউ ইয়র্কের এক দম্পতির ছিপে। দু'মুখো মাছের সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  বহুদিন ধরেই মাছ ধরার অভ্যাস নিউ ইয়র্কের ডেবি গেডেস ও তাঁর স্ব…


নিজস্ব প্রতিবেদন ;-নিউ ইয়র্কের দেখাগেল  মাছের দুটি মুখ।  এমনই অদ্ভুত দু'মুখো মাছ উঠল নিউ ইয়র্কের এক দম্পতির ছিপে। দু'মুখো মাছের সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  বহুদিন ধরেই মাছ ধরার অভ্যাস নিউ ইয়র্কের ডেবি গেডেস ও তাঁর স্বামীর। ছুটির দিনে প্রায়শই কাছাকাছি লেকে মাছ ধরতে যান তাঁরা। শুক্রবার সকালে অভ্যাস মতো লেক চ্যাম্পলেনে ছিপ ফেলে মাছ ধরছিলেন তাঁরা। এমনই সময়ে ছিপে ওঠা একটি মাছ দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের। মাছের মুখের হুক ছাড়াতে গিয়ে দেখা যায়, মাছটির তলার চোয়ালের নিচ থেকে রয়েছে আরও একটি চোয়াল। উপরের পাশাপাশি নিচের চোয়ালও হাঁ করে খুলছে বন্ধ করছে মাছটি। এমন অদ্ভুত মাছ ধরে বেশ হকচকিয়ে যান ওই দম্পতি। সম্বিত ফিরতেই মাছটিকে ক্যামেরা বন্দি করেন তাঁরা। তবে এমন বিরল মাছ মারতে চাননি তাঁরা। ছবি তুলে লেকের জলেই ফের ছেড়ে দেন মাছটিকে।মার্কিন সংবাদসংস্থা এনবিসি নিউজকে ডেবি জানান, প্রথমে নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না। ভাল করে মাছটি ধরে দেখলাম দু-দুটি মুখ মাছটির। মাছটিকে ফের জলে ছেড়ে দিতে পেরেও খুশি ডেবি, "মাছটি যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেই জন্য সঙ্গে সঙ্গে জলে ছেড়ে দি আমরা।

No comments