Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

২২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবী বিনা অপরাধে ৩৫ বছর জেল খাটার অপরাধে

বংটাইমস নিউজ;- বিনা অপরাধে  ৩৫ বছর জেল খাটায় ক্যাথি উডস। আমেরিকার রেনো কলেজের ছাত্র মাইকেল মিশেল খুন হয়েছিলেন ১৯৭৬-এ। এই খুনের অপরাধী সন্দেহে ক্যাথি উডস নামের এক মহিলাকে দোষী সাব্যস্ত করে সে দেশের আদালত। সেই খুনের শাস্তি হিসাবে ক…


বংটাইমস নিউজ;- বিনা অপরাধে  ৩৫ বছর জেল খাটায় ক্যাথি উডস। আমেরিকার রেনো কলেজের ছাত্র মাইকেল মিশেল খুন হয়েছিলেন ১৯৭৬-এ। এই খুনের অপরাধী সন্দেহে ক্যাথি উডস নামের এক মহিলাকে দোষী সাব্যস্ত করে সে দেশের আদালত। সেই খুনের শাস্তি হিসাবে ক্যাথিকে ৩৫ বছর জেল খাটতে হয়। অবশেষে ২০১৪-তে খুনের ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিগারেটের টুকরো থেকে পাওয়া ডিএনএ পরীক্ষা থেকে প্রমাণিত হয়, এই খুন ক্যাথি করেননি। তার পর ২০১৫-তে জেল থেকে ছাড়া পান তিনি।বিনা অপরাধে ৩৫ বছর শাস্তি ভোগ করায় ক্যাথিকে ৩০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের আদালত। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি টাকা। কিন্তু এই টাকা পেলেও বিনা দোষে জেল কেড়ে নিল তাঁর জীবনের ৩৫টা বছর। এ জন্য ক্যাথির আইনজীবী এলিজাবেথ ওয়াং বলেছেন, ‘‘উডসকেযা সহ্য করতে হল, তাঁর জন্য কোনও ক্ষতিপূরণই যথেষ্ট নয়। যদিও ক্ষতে কিছুটা হলেও প্রলেপ হল।’’



No comments