নিজস্ব প্রতিবেদন :- হলদিয়া সতীশ সামন্ত ট্রেড সেন্টার এ জন্মাষ্টমী উদযাপন করলেন ইকনের ভক্তরা।আজ দিনভর চলে শ্রীকৃষ্ণের নাম কৃতন গান ও আলোচনা সভা।আজ সন্ধায় হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন, জ…
নিজস্ব প্রতিবেদন :- হলদিয়া সতীশ সামন্ত ট্রেড সেন্টার এ জন্মাষ্টমী উদযাপন করলেন ইকনের ভক্তরা।আজ দিনভর চলে শ্রীকৃষ্ণের নাম কৃতন গান ও আলোচনা সভা।আজ সন্ধায় হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় শ্রীকৃষ্ণ নামগান করেন এবং গোপালকে মধু ঘৃ ফলের রশ দিয়ে স্নান করিয়ে দেয়।এই অনুষ্ঠান আগামিকাল নগর কৃত্তনের মধ্যদিয়ে শেষ হবে।
No comments