নিজস্ব প্রতিবেদন : - হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তনের ২০১৯ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা পশ্চ…
নিজস্ব প্রতিবেদন : - হলদিয়া চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম আবাসিক দৃষ্টিহীন শিক্ষায়তনের ২০১৯ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।এছাড়া উপস্থিত ছিলেন আশ্রমে জেনারেল সেক্রেটারি স্বামীজী বিশ্বনাথন মহারাজ,চক্ষুহাসপাতালের
ডাইরেক্টর ডক্টর অসিম কুমার শীল।আবাসীক ২৪ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে পুষ্প ও মিষ্টি তোলেদেন। উচ্চ শিক্ষার জন্য সামান্য অর্থ তোলেদেয়।মন্ত্রী শুভেন্দু অধিকারি বলেন মরোনত্ম চক্ষুদানে মানুষকে আরোবেশি করে আহ্বয়ান জানায়।মৃতের পরিবার ওআত্মীয় সজন যদি সঠিক সময় বিবেকানন্দ মিশনে চিকিৎসকদের খবরদেয় তাহলে অনেক মানুষ দৃষ্টি ফিরে পেতে পারে।এছাড়া তিনি ২০১০ শাল থেকে ১৫৫০০ টাকা প্রতিমাসে পাঠিয়ে থাকে।এই বছর মন্ত্রীর বেতন ১লক্ষ১২ হাজার টাকা বেড়েছে,লোকসভার এমপি থাকায় এখন পেনসান আসে।তাই ২০৫০০ টাকা প্রতি মাসে দৃষ্টিহীন দের সাহাজ্য করবে।
No comments