দিনে দিনে হারিয়ে যেতে বসেছে দেশীয় বেশকিছু মাছ। এবার সেই সমস্ত বিলুপ্ত পথে মাছ গুলিকে সংরক্ষণের জন্য এগিয়ে এলো জীববৈচিত্র্য রক্ষা দপ্তর। তাদের উদ্যোগে জেলায়
জেলায় গড়ে তোলা হচ্ছে " অভয় পুকুর"।মাছদের অভয়ারণ্য " অভয় পু…
দিনে দিনে হারিয়ে যেতে বসেছে দেশীয় বেশকিছু মাছ। এবার সেই সমস্ত বিলুপ্ত পথে মাছ গুলিকে সংরক্ষণের জন্য এগিয়ে এলো জীববৈচিত্র্য রক্ষা দপ্তর। তাদের উদ্যোগে জেলায়
জেলায় গড়ে তোলা হচ্ছে " অভয় পুকুর"।মাছদের অভয়ারণ্য " অভয় পুকুর"। যেখানে জেলার মিষ্টি জলের লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের পাশাপাশি তাদের বংশবিস্তারের সুযোগ থাকবে। দুষ্প্রাপ্য মাছ সংরক্ষণে এমনই উদ্যোগ গ্রহন করেছে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি। "অভয় পুকুর" তৈরির পাইলট প্রজেক্ট হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের মহিষাদল রাজবাড়ির জলাশয়কে চিহ্নিত করা হয়েছে। এতে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষিদের ছোট মাছ চাষে বাড়তি উৎসাহ জোগাবে।
গ্রামগঞ্জের পুকুর, খাল-বিল একসময় ছোট-বড় বিভিন্ন দেশীয় মাছে পুষ্ট থাকত। দেশীয় মাছের উৎপাদনই ছিল গ্রামীণ এলাকার অন্যতম অর্থনৈতিক ভিত্তি। কিন্তু ক্রমাগত পুকুর বোজানো ও ছোট নদীগুলিতে নোনা জলের মাত্রা বেড়ে যাওয়ায় বহু প্রজাতির মাছকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে। মহিষাদল ব্লকেত খাল-বিল থেকে হারিয়ে যেতে বসেছে শোল, পুঁটি, চ্যাং, ছোট বাটা, রাইখর, মৌরলা, তিলে ট্যাংরা, ন্যাদস, পিয়ালি, খলসে, পয়ার মতো বিভিন্ন প্রজাতির মাছ।এই মাছদের হারিয়ে যাওয়া যে নিছক গল্পকথা নয়, সেটা মাছ বাজারগুলিতে গেলেইচাক্ষুষ করা যায়। এখন বাজারগুলিতে মিষ্টি জলের ছোট মাছ দেখতে পাওয়া যায় না বললেই চলে। যেটুকুও মেলে, দাম শুনে চোখ কপালে ওঠে ক্রেতাদের। তাই বাংলার হারিয়ে যাওয়া এই মাছদের ফের খাল-বিলে ফেরাতে পাইলট প্রজেক্ট হিসেবে "অভয় পুকুর" তৈরি করতে চলেছে সরকার।
মহিষাদল ব্লকে মহিষাদল রাজবাড়ির জলাশয়ে এই পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে। ইতিমধ্যে জলাশয়টি মাছ চাষের উপযুক্ত করে তোলা হয়েছে। আগামী ২০ আগস্ট প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে বিভিন্ন লুপ্তপ্রায় প্রজাতির মাছ ছাড়া হবে বলে জানিয়েছেন মহিষাদল ব্লকের পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ তরুন মন্ডল। তিনি জানান," রাজ্য সরকার চাইছে গ্রামীণ এলাকা থেকে হারিয়ে যেতে বসা মাছ সংরক্ষণ করে চাষের মাধ্যমে বাজারে বাজারজাত করার। সেই লক্ষ্যেই আমরা " অভয় পুকুর" তৈরি করে বিলুপ্তের পথে এগিয়ে যাওয়া মাছ সংরক্ষণের জন্য এই প্রয়াস গ্রহন করেছি।"
মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, রাজ্যের পরিবেশ দপ্তর জীববৈচিত্র্য রক্ষায় "অভয় পুকুর" গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। সেই মতো মহিষাদল রাজবাড়ির জলাশয়ে পাইলট প্রোজেক্ট হিসাবে কাজ শুরু হচ্ছে। "অভয় পুকুর" এর দুই পাড় সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। যাতে মহিষাদল রাজবাড়ি দর্শনে আসা পর্যটকেরা পুকুর পাড়ে বসে "অভয় পুকুর" এর মাছ দেখতে পারে।"
জেলায় জেলায় এই ধরনের "অভয় পুকুর" গড়ে ওঠায় আগামীদিনে কি হারিয়ে যেতে বসা দেশীয় মাছ বাজারে দেখতে পাওয়া যাবে? সেটাই এখন দেখার।।



No comments