Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

নান্দনিক ক্লাবের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল

নান্দনিক ক্লাবের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার দ্বিতীয়াতে। কাঁথি শহরের সবচেয়ে বিগ বাজেটের পুজো এটি।  ফিতে কেটে পুজো প্যাণ্ডেলের উদ্বোধন করেন তিনি। নান্দনিকের পুজো এবার ৪৫তম বর্ষে পা দিল। ওই ক্লাবের অন্যত…

 নান্দনিক ক্লাবের পুজোর উদ্বোধন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার দ্বিতীয়াতে। কাঁথি শহরের সবচেয়ে বিগ বাজেটের পুজো এটি।  ফিতে কেটে পুজো প্যাণ্ডেলের উদ্বোধন করেন তিনি। নান্দনিকের পুজো এবার ৪৫তম বর্ষে পা দিল। ওই ক্লাবের অন্যতম কর্ণধার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি লোকসভা সাংসদ



 সৌমেন্দু অধিকারী। এদিন রাজ্যপাল'কে স্বাগত জানাতে মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ও তমলুক লোকসভায় প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। এবার নান্দনিক ক্লাবের থিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসস্থান গুজরাটের নাগেশ্বরী মন্দিরের আদলে নাগেশ্বর পূজা প্যাণ্ডল।


বাংলা ভাষায় মঞ্চে বক্তব্য রাখেন রাজ্যপাল। তিনি বলেন, " আমি বাংলা ভালোবাসি। বাংলা ভাষাকেও ভালোবাসি। সমস্ত মা ও বোনেদের দূর্গাপূজার শুভেচ্ছা জানাই। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। হিংসাকে শেষ করবো। "

কাঁথি লোকসভার প্রাক্তন সাংসদ শিশির অধিকারী বলেন, "পবিত্র এই মাটিতে বহু মানুষ এসেছেন।"

No comments