মুখে হাতে বেঁধে রেখে অস্ত্র দেখিয়ে লুট করে পালালো ডাকাত দল হলদিয়া। হলদিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড
বাসুদেবপুরে হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাত বাড়িতে শনিবার ভোররাতে প্রায় এক ঘন্টা বেশি সময় ধরে লুট চাল…
মুখে হাতে বেঁধে রেখে অস্ত্র দেখিয়ে লুট করে পালালো ডাকাত দল হলদিয়া। হলদিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড
বাসুদেবপুরে হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায় দণ্ডপাত বাড়িতে শনিবার ভোররাতে প্রায় এক ঘন্টা বেশি সময় ধরে লুট চালালো ডাকাত দল। প্রায় ১৫ভোরি সোনার গয়না প্রায় কুড়ি হাজার টাকা নগদ ক্যাশ প্রাক্তন কাউন্সিলর বাড়ি থেকে নিয়ে চম্পট দেয়। হলদিয়া বাসুদেবপুরে হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায়দণ্ডপাঠের বাড়িতে গতকাল গভীর রাতে একদল ডাকাত বাড়ির তালা ভেঙে
বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে ঘুম থেকে তুলে বাড়ি জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ডাকাত দল।সমস্ত আলমারি উলটপালট করে বাড়িতে থাকা গয়নাগাটি এবং টাকা-পয়সা নিয়ে চম্পট দেয়।ডাকাতরা নিচতলায় ভাড়াটিয়া বাড়িতে ঢুকে।এরপর সিঁড়িতে তিনটে তালা ভেঙে দোতলার ছাদে এবং তিন তালার ছাদে পৌঁছায় ।তাদের প্রত্যেকের মুখে মাস্ক
পরা,অস্ত্রশস্ত্র ছিল বলে জানায় পরিবারের লোকজন। লুট করার পর সবাইকে একটি করে মুখে হাতে বেঁধে রেখে সবার কাছ থেকে পাঁচটি ফোন নিয়ে ঢাকার দল সম্প্রদায় ভোর আনুমানিক চারটে দশ নাগাদ। দুর্গাচক থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে তদন্ত শুরু করেছে দুর্গাচক থানার পুলিশ।
No comments