Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী  ৯৮ বছরের  চিত্তরঞ্জন  সামন্ত নির্বাচন কমিশনে তাঁর আবেদনের ভিত্তিতে মহিষাদল ব্লকের কালিকাকুন্ডু গ্রামে নিজের বাড়িতে ভোট দিলেন। নির্বাচন কমিশনের কর্মীরা বাড়িতে গিয়ে বিধি সম্মতভাবে তাঁর ভোট নেন। সঙ্গে…

 বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী  ৯৮ বছরের  চিত্তরঞ্জন  সামন্ত নির্বাচন কমিশনে তাঁর আবেদনের ভিত্তিতে মহিষাদল ব্লকের কালিকাকুন্ডু গ্রামে নিজের বাড়িতে ভোট দিলেন। নির্বাচন কমিশনের কর্মীরা বাড়িতে গিয়ে বিধি সম্মতভাবে তাঁর ভোট নেন। সঙ্গে ছিলেন   কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর জওয়ানরা।


পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এবং তমলুক এই দুটি লোকসভা কেন্দ্রের ভোট আগামী ২৫শে মে।  ১৬ই মে থেকে ২০শে মে পর্যন্ত বিশেষভাবে সক্ষম এবং ৮৫ বছরের ঊর্ধ্ব বয়সী যাঁরা 12D ফর্মে আবেদন করেছেন তাঁদের ভোট নেওয়ার কাজ চলছে। এর জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

জেলা নির্বাচন আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলায় ৮৫ বছরের বেশি বয়সী ভোটার রয়েছেন ২৭ হাজার ৪৬৬ জন । বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন ২৪ হাজার ৫১৭ জন। 

ভোট প্রদানের শেষে চিত্তরঞ্জনবাবু বলেন, আমি ১৯৫২ সাল থেকে এর আগে ১৭টি সাধারণ নির্বাচনে বুথে গিয়ে ভোট দিয়েছি। এ বছরই নির্বাচন কমিশন আমার বাড়িতে এসে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিধি সম্মত ভাবে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে তিনি ধন্যবাদ জানান।

No comments