মা কে খুনের দায়ে ছেলে শক্তিপদ বর্মনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল হলদিয়া মহকুমা আদালত। মঙ্গলবার হলদিয়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অঞ্জনকুমার সরকার এই সাজা ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়ার পাশাপাশি অপরাধীর ৫ হাজার ট…
মা কে খুনের দায়ে ছেলে শক্তিপদ বর্মনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল হলদিয়া মহকুমা আদালত। মঙ্গলবার হলদিয়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অঞ্জনকুমার সরকার এই সাজা ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়ার পাশাপাশি অপরাধীর ৫ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ওই খুনের মামলার সরকারি আইনজীবী দিলীপকুমার শী বলেন, ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি নন্দীগ্রামে শিবরামপুর নিজের বাড়িতে মা'কে লোহার রড দিয়ে মেরে খুন করার অভিযোগ ওঠে শক্তিপদ বর্মনের বিরুদ্ধে। শক্তিপদর দাদা শঙ্কর বর্মন অভিযোগ করেন, তাঁর ভাই সবসময় মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াত, কোনও কাজকর্ম করত না। তাঁর মা ভিক্ষে করে সংসার চালাতেন। এনিয়ে তাঁর মায়ের সঙ্গে ছোট ভাই শক্তির প্রায়ই ঝগড়া হত। মা ও ছোটভাই আলাদা থাকত। একদিন সন্ধে ৭টা ৪৫ মিনিট নাগাদ আর্তনাদের শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন, মা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। ছোটভাই রড নিয়ে ঘরে দাঁড়িয়েছিল। পরে শক্তিপদ পুলিসের কাছে খুনের কথা স্বীকার করে।
No comments