মহিষাদল বিধানসভার অন্তর্গত হলদিয়া ব্লকের বড়বাড়ি গ্রামে বুধবার থেকে শুরু হল শতাব্দী প্রাচীন গঙ্গেশ্বর জিউর মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক
তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা।গ্রাম বাংলায় চড়ক হয় চৈত্…
মহিষাদল বিধানসভার অন্তর্গত হলদিয়া ব্লকের বড়বাড়ি গ্রামে বুধবার থেকে শুরু হল শতাব্দী প্রাচীন গঙ্গেশ্বর জিউর মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক
তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা।গ্রাম বাংলায় চড়ক হয় চৈত্র মাসে। কিন্তু হলদিয়ার প্রত্যন্ত গ্রাম বড়বাড়ির 'গঙ্গেশ্বর জিউর মন্দির' প্রাঙ্গণে প্রতি বছর বৈশাখে বসে 'অকাল' চড়ক। অক্ষয় তৃতীয়া উপলক্ষে বৈশাখে শিবের মাথায় জল ঢালতে হাজার হাজার মানুষের সমাগম হয় এই গ্রামে। হলদিয়ার সিটি সেন্টার থেকে সঙ্কীর্ণ আঁকাবাঁকা ঢালাই রাস্তা পেরিয়ে হলদিয়া ব্লকের দেভোগ গ্রাম পঞ্চায়েতের বড়বাড়ি গ্রামে পুজোর ঘট বসেছে ৯ দিন আগে অষ্টমী তিথিতে। বুধবার বিকেল থেকেই শুরু হয়েছে পার্বন। রাত ১২ টার পর থেকে লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ গঙ্গেশ্বর নামে পূজিত শিবলিঙ্গে জল ঢালতে আসছেন। পাশাপাশি শুরু হয়েছে অক্ষয় তৃতীয়ার গাজন মেলা। চলছে দণ্ডিভাঙা, নীলপুজো, কালী নৃত্য ও পালাগান। ভিড় করেছেন আশপাশের বিভিন্ন গ্রামের উৎসাহীরা ভক্তরা। বসেছে গ্রামীণ মেলাও। চলবে পাঁচ দিন ধরে। দেখভালের দায়িত্বে রয়েছে গঙ্গেশ্বর মেলা ও মন্দির উন্নয়ন কমিটি।*
No comments