আজ, শনিবার সুতাহাটার শিমূলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠে অটল টিঙ্কারং ল্যাবরেটরিতে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের নির্দেশে 'Community day celebration' প্রকল্প অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Int…
আজ, শনিবার সুতাহাটার শিমূলবেড়্যা যোগেন্দ্র বিদ্যাপীঠে অটল টিঙ্কারং ল্যাবরেটরিতে কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগের নির্দেশে 'Community day celebration' প্রকল্প অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Inteligence,AI) বিষয়ে একটি সেমিনার শুরু হয়েছে। এছাড়া অটল ল্যাবে বিভিন্ন বিজ্ঞানের বিষয়ে প্রদর্শন ও আলোচনা হবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও রামপুর, দেউলপোতা ও বাবুপুরের ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে।
No comments