Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

তাইওয়ানে ভূ-কম্প, জাপানে সুনামি

তাইওয়ানে ভূ-কম্প, জাপানে সুনামি

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। দ্বীপরাষ্ট্রটির হুয়ালিয়েন দ্বীপে মূলত কম্পন অনুভূত হয়। কিন্তু তা রাজধানী তাইপেই সহ ফিলিপিন্স ও জাপান অবধিও ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৪ মাত্রা নির…

 তাইওয়ানে ভূ-কম্প, জাপানে সুনামি



ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। দ্বীপরাষ্ট্রটির হুয়ালিয়েন দ্বীপে মূলত কম্পন অনুভূত হয়। কিন্তু তা রাজধানী তাইপেই সহ ফিলিপিন্স ও জাপান অবধিও ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৪ মাত্রা নির্ণয় করা হয়েছে। এই ভূমিকম্পে হুয়ালিয়েন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বহুতল ও ঘরবাড়ি। এখনও অবধি ১ জনের মৃত্যু ও ৫০ এরও অধিক মানুষের জখম হওয়ার খবর মিলেছে। অন্যদিকে, তাইওয়ান সহ ফিলিপিন্স ও জাপানেও জারি হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পের ১৫ মিনিটের মাথায়ই জাপানের ইওনাগুনি সৈকতে আছড়ে পড়ে সুনামি। যার ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ১ ফুট।  ওই এলাকাগুলিতে আরও সুনামি আছড়ে পড়েতে পারে বলে মনে করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

No comments