কোটের নির্দেশে শুরু করেছে উচ্ছেদের কাজ হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। তারি মধ্যে শুক্রবার হলদিয়া বন্দর প্রশাসনিক ভবন জহরটাওয়ারে ডেপুটেশান দিল হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্থ বস্তিবাসী উন্নয়ন কমিটি। নেতৃত্ব দিয়েছিলেন তমলুক সংগঠনিক জেল…
কোটের নির্দেশে শুরু করেছে উচ্ছেদের কাজ হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। তারি মধ্যে শুক্রবার হলদিয়া বন্দর প্রশাসনিক ভবন জহরটাওয়ারে ডেপুটেশান দিল হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্থ বস্তিবাসী উন্নয়ন কমিটি। নেতৃত্ব দিয়েছিলেন তমলুক সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন কুমার মহাপাত্র হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল জ্যোতি দাস স্বপন নস্কর হারাধন বোয়াল ঝর্না গিরি,সেক আরিফ হোসেন সহ অন্যান্যরা। উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের কাছে বক্তব্য রাখতে গিয়ে সৌমেন কুমার মহাপাত্র বলেন বন্দর কর্তৃপক্ষ পুনর্বাসন না দিয়ে বস্তি উচ্ছেদ করতে গেলে আমাদের উপর দিয়ে আগে বুলডোজার চালাতে হবে তারপরে বস্তি উচ্ছেদ করবে এমনই ভরসা দিল
বস্তিবাসীকে।হলদিয়া টাউনশিপ মাখনবাবু বাজার থেকে মিছিল করে হলদিয়া বন্দর প্রশাসনিক ভবন জওহরটাওয়ারে উপস্থিত হয়ে শুক্রবার বিকেলে। ডেপুটেশান দেওয়ার পর দেবপ্রসাদ মন্ডল বলেন আরজেন ছাড়া আর ভাঙ্গার ব্যবস্থা করবে না।উদ্বাস্তুতে চাকরির প্রসেসিং শুরু করবে বলে জানায়।
No comments