হলদিয়া: পুকুরে মাছ ধরার জালে ধরা পড়ল বিরল প্রজাতির ক্রোকোডাইল ফিস।শনিবার দুপুরে হলদিয়া ব্লকের দেভোগ গ্ৰাম পঞ্চায়েতের চাউলখোলা গ্রামের বাসিন্দা
গৌরিশঙ্কর পড়ুয়ার পুকুরে ওই মাছটি ধরা পড়ে।মাছটি গ্রাম্য ভাষায় কটকটি মাছ নামে পরি…
হলদিয়া: পুকুরে মাছ ধরার জালে ধরা পড়ল বিরল প্রজাতির ক্রোকোডাইল ফিস।শনিবার দুপুরে হলদিয়া ব্লকের দেভোগ গ্ৰাম পঞ্চায়েতের চাউলখোলা গ্রামের বাসিন্দা
গৌরিশঙ্কর পড়ুয়ার পুকুরে ওই মাছটি ধরা পড়ে।মাছটি গ্রাম্য ভাষায় কটকটি মাছ নামে পরিচিত।সচারাচর এই ধরনের মাছ পুকুরে দেখা যায় না। কিন্তু কিভাবে পুকুরে এলো তা বুঝতে পারছেন না কেউই। মাছটিকে কিছু সময় দেখার জন্য রেখে পুনরায় পুকুরে ছেড়ে দেন গৌরিশঙ্কর বাবু।কটকটি মাছটি দেখতে ভিড় জমিয়েছিল গ্ৰামের বহু মানুষ।
No comments