হলদিয়া : লকডাউন উপেক্ষা করে ইটের ভাটায় বেশকিছু শ্রমিক নিয়ে রাতের অন্ধকারে গোপনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত এক ,আহত ১ জন। হলদিয়া দূর্গাচক থানা এলাকায় ইট ভাটায় ভিন রাজ্যে শ্রমিক নিয়ে গোপনে কাজ করতে গিয়ে ইটভাটার দেওয়াল …
হলদিয়া : লকডাউন উপেক্ষা করে ইটের ভাটায় বেশকিছু শ্রমিক নিয়ে রাতের অন্ধকারে গোপনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত এক ,আহত ১ জন। হলদিয়া দূর্গাচক থানা এলাকায় ইট ভাটায় ভিন রাজ্যে শ্রমিক নিয়ে গোপনে কাজ করতে গিয়ে ইটভাটার দেওয়াল ভেঙে ভাটার শ্রমিকরা চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যায় একজন নাম সঞ্জয় (৪২)। প্রশাসন সুত্রে জানা যায়, বিহারের গয়া জেলা থেকে 90 জনের একটি টিম কে নিয়ে ঝিকুরখালি ইট ভাটায় কাজ করাচ্ছিল। করোনার আতঙ্কে চলছে লকডাউন। তাই গোপনে বেশ কিছু শ্রমিক নিয়ে ইটভাটার কাজ চলছিল।রাত্রি আটটা নাগাদ দেওয়াল ভেঙে পড়ে শ্রমিকের গায়ের উপর ।আহতদের মধ্যে একজন গুরুতর আহত শ্রমিক রঞ্জন কে হলদিয়া মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হলদিয়া পৌরসভার কাউন্সিলর ভক্তি বলিদাস বলেন দীর্ঘদিন ধরে লকডাউন চলায় ভিন রাজ্যের শ্রমিকদের খাবার দিতে সমস্যা করছিল ভাটার মালিক কাজ করার জন্য চাপ সৃষ্টি করেছিল তাই ওরা কাজ করছিল রাতের অন্ধকারে, প্রশাসন তদন্ত করছে।
No comments