বংটাইমস নিউজ,দুর্গাপুরঃ- ছেলেধরা সন্দেহে গণপিটুনি আহত এক যুবক ঘটনাটি ঘটে বুধবার রাতে পশ্চিম বর্ধমান জেলা অণ্ডাল থানা । কখনো সালানপুর পুর ও জামুড়িয়ার পর বুধবার রাত্রে অন্ডালে ছেলেধরা গুজবে ছড়াল , রাত্রি ৭ টা নাগাদ শংকর পুর গ্…
বংটাইমস নিউজ,দুর্গাপুরঃ- ছেলেধরা সন্দেহে গণপিটুনি আহত এক যুবক ঘটনাটি ঘটে বুধবার রাতে পশ্চিম বর্ধমান জেলা অণ্ডাল থানা । কখনো সালানপুর পুর ও জামুড়িয়ার পর বুধবার রাত্রে অন্ডালে ছেলেধরা গুজবে ছড়াল , রাত্রি ৭ টা নাগাদ শংকর পুর গ্রামে অপরিচিত এক যুবক কে দেখে সন্দেহ হয় গ্রাম বাসীর। ওই যুবকের কথা বার্তায় অসংলগ্নতা থাকায় ছেলেধরা সন্দেহে স্থানীয় একটা ক্লাবে আটকে রেখে চলে গণপ্রহার। ব্যাপক মারধরের কারণে গুরুতর ভাবে জখম হয় ওই যুবক। পড়ে খবর পেয় পুলিশ আহত যুবককে উদ্ধার করে । চিকিৎসার জন্য পুলিশ খান্দ্রা গ্রামীণ হাসাতালে নিয়ে যায় ও পরে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসাধীন ।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের ছাপ রয়েছে।প্রশাসনের পক্ষ থেকে কোনও রকম গুজব না ছড়ানো ও আইন নিজের হাতে না তুলে নিতে আবেদন জানান হয়।


No comments