Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

আগুন জ্বলার পর হলদিয়া পেট্রোকামের ন্যাপথা ক্র্যাকের ইউনিট বন্ধ করে দিতে হয়েছ।পরিদর্শনে আসছেন বিশেষ পর্যবেক্ষক দল।

আগুন জ্বলার পর হলদিয়া পেট্রোকামের ন্যাপথা ক্র্যাকের ইউনিট বন্ধ করে দিতে হয়েছ।পরিদর্শনে আসছেন বিশেষ পর্যবেক্ষক দল।কর্তৃপক্ষ সূত্রে শুক্রবার জানা গিয়েছিল, হাইড্রোকার্বন গ্যাস যুক্ত এলাকায় পাইপলাইনের সংগে ত্রুটিপূর্ণ একটি ভাল্ব এ…


আগুন জ্বলার পর হলদিয়া পেট্রোকামের ন্যাপথা ক্র্যাকের ইউনিট বন্ধ করে দিতে হয়েছ।পরিদর্শনে আসছেন বিশেষ পর্যবেক্ষক দল।কর্তৃপক্ষ সূত্রে শুক্রবার জানা গিয়েছিল, হাইড্রোকার্বন গ্যাস যুক্ত এলাকায় পাইপলাইনের সংগে ত্রুটিপূর্ণ একটি ভাল্ব এর  সংঘর্ষের ফলে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। ওই স্ফুলিঙ্গ হাইড্রোকার্বন এবং অক্সিজেনের সংস্পর্শে আসার ফলে বিস্ফোরণ ঘটে । তা থেকেই আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে । সমস্যার উৎস বিশ্লেষণ করতে গিয়ে জানা যায়,

 পলিমার তৈরির জন্য যে তাপ অনুঘটক হিসেবে কাজ করে সেই তাপের জন্যই বারে বারে আগুন ধরে যাচ্ছে। ফলে তাপের মাত্রা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  কিছুদিনের জন্য এন সি ইউ  ইউনিট শাটডাউন করে দেওয়া হল।

No comments