বংটাইমস নিউজ;- হলদিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিয়া ব্রজলালচকে প্রেসমিট করেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত হাজরা,এছাড়া ছিলেন জেলাপরিসদে সদস্য সোমনাথ ভুঁইয়া,হলদিয়া ব্লকে সহ সভাপতি সাইফুল
ইসলাম,ব্লক কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দা…
বংটাইমস নিউজ;- হলদিয়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিয়া ব্রজলালচকে প্রেসমিট করেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত হাজরা,এছাড়া ছিলেন জেলাপরিসদে সদস্য সোমনাথ ভুঁইয়া,হলদিয়া ব্লকে সহ সভাপতি সাইফুল
ইসলাম,ব্লক কর্মাধ্যক্ষ আলোক রঞ্জন দাস,গোকুল মাঝি,উমা বেতাল,চারটি অঞ্চলে প্রধান ও গ্রাম প্রঞ্চায়েতের সদ্যসরা।সুব্রত হাজরা বলেন যুব সভাপতির অভিসেক বন্ধপাধ্যায়ের নিদেশে আজথেকে আমরা বুথেবুথে প্রচার চালবো,রাত্রিতে যাপন করা হবে তারপর দলীয় পতাকা তোলাহবে।এই ভাবে আমাদের কর্মসূচি চলতে থাকবে।


No comments