বংটাইমস নিউজ;- পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অঞ্চলে বারবার অঙ্গনওয়ারী কেন্দ্র গুলি নিয়ে বিক্ষোভ হয়েছে জনমানুষের। এবার ফের এ ঘটনার নজির রাখল এগরা ১ ব্লকে কুদির ৪০নং অঙ্গনওয়ারী কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, প্রসূতি মা এবং বাচ্চার …
বংটাইমস নিউজ;- পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন অঞ্চলে বারবার অঙ্গনওয়ারী কেন্দ্র গুলি নিয়ে বিক্ষোভ হয়েছে জনমানুষের। এবার ফের এ ঘটনার নজির রাখল এগরা ১ ব্লকে কুদির ৪০নং অঙ্গনওয়ারী কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, প্রসূতি মা এবং বাচ্চার জন্য তৈরি খাবার মিলছে না ঠিক ভাবে। অঙ্গনওয়াড়ি কর্মী জানা সত্ত্বেও সেই খাবারই পরিবেশন করছেন প্রসূতি মা এবং বাচ্চাদের মধ্যে, এই অভিযোগ এই চরম উত্তেজনা । তাছাড়া এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এ ধরনের ঘটনা নতুন নয়। অভিযোগের তালিকা যথেষ্টই লম্বা । অনিয়মিত সেন্টার খোলা থেকে খাদ্যের মান নিয়ে উদাসীনতা সব অভিযোগই রয়েছে সেন্টারের অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে । যদিও অভিযোগ মানতে নারাজ অঙ্গনওয়ারী কর্মী । অঙ্গনওয়ারী কর্মীর দাবি , স্কুলের পরিকাঠামো ঠিক না থাকায় তালিকা ভুক্ত খাওয়ার আমারা দিতে পারছি না । শিশুদের খাওয়ার তছনজের অভিযোগ পুরোপুরি মিথ্যে। আমরা এই বিষয়ে বিডিও অফিস সহ আমাদের দপ্তরের আধিকারিকে বিষয়টি জানিয়েছি ।


No comments