বংটাইমস ডিজিটাল ডেস্ক : শিক্ষকতার চাকরী ও বিভিন্ন সরকারী চাকরী পাইয়ে দেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ ব্যক্তিকে পাকড়াও করে ব্যাপক হেনস্থার ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকায়। রবিবার অভিযুক্ত ব্যক্তিকে আটকে রেখে ব…
বংটাইমস ডিজিটাল ডেস্ক : শিক্ষকতার চাকরী ও বিভিন্ন সরকারী চাকরী পাইয়ে দেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ ব্যক্তিকে পাকড়াও করে ব্যাপক হেনস্থার ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানা এলাকায়। রবিবার অভিযুক্ত ব্যক্তিকে আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।
তাঁদের দাবী পেশায় ঠিকাদার গোবিন্দ বেরা স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সেই পরিচয়েই গোটা এলাকা থেকে প্রায় ৪ কোটি টাকা তুলে নিয়েছে বলে দাবী এলাকাসীর। এই নিয়েই কোলাঘাটের গেউলিয়া বাজারে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তৃণমূলের সরকার আসার পর থেকেই গোবিন্দ বেরা নিজেকে এলাকার এক দাপুটে তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলে পরিচয় দিত। গোবিন্দবাবুকে প্রায়শই ওই তৃণমূল নেতার সঙ্গে দেখা যেত। এরপরেই এলাকার যুবক যুবতীদের কাছে চাকরীর টোপ দিয়ে টাকা নেওয়া শুরু করে সে।
কিছু যুবক যুবতী নাকি তাঁর হাত ধরেই চাকরীতে সুযোগও পেয়েছেন বলে দাবী এলাকাসীর। এই কারনেই তাঁর টোপে পা দিয়ে প্রায় ৪ কোটি খুইয়েছেন যুবক যুবতীরা। তবে এখন আর কাউকে চাকরী দিতে পারেননি তিনি। এবার মুখ্যমন্ত্রীর কাটমানি ফেরতের প্রসঙ্গ উঠতেই ওই ব্যক্তিকে চেপে ধরেন এলাকাবাসীরা। গোবিন্দবাবুর নামে এলাকায় পোষ্টারও পড়ে।
এরপরেই রবিবার তাঁকে পাকড়াও করে এলাকাবাসীরা হেনস্থা করেন। যদিও ওই ব্যক্তি কারও থেকে টাকা নেওয়ার বিষয়ে মুখ খুলতে চাননি। খবর পেয়ে পুলিশ এসে গোবিন্দ বেরাকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করা হবে।

No comments