বংটাইমস ডিজিটাল ডেস্ক: বিষাক্ত রাসায়নিক মিশিয়ে সব্জিকে তাজা করে তা বাজারে বিক্রি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার বিকেলে বাদুড়িয়ার রামচন্দ্রপুর বাজারে সব্জিতে রং করার বিষাক্ত রাসায়নিক মেশানোর খবর পেয়ে পুলিশ ঘটনা…
বংটাইমস ডিজিটাল ডেস্ক: বিষাক্ত রাসায়নিক মিশিয়ে সব্জিকে তাজা করে তা বাজারে বিক্রি করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার বিকেলে বাদুড়িয়ার রামচন্দ্রপুর বাজারে সব্জিতে রং করার বিষাক্ত রাসায়নিক মেশানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে ধরে।
পুলিশ জানায়, ধৃতদের মধ্যে সফিকুল সর্দার ও রাজা সর্দারের বাড়ি স্বরূপনগরে এবং কুতুবুদ্দিন মোল্লা বাদুড়িয়ার বাসিন্দা। বসিরহাট এসিজেএম আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
কয়েক বছর ধরেই বসিরহাট মহকুমার বিভিন্ন বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চাষিদের কাছ থেকে কেনা সব্জি টাটকা দেখাতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করছে বলে অভিযোগ উঠছিল। বিশেষ করে বাদুড়িয়ার রামচন্দ্রপুর বাজার, স্বরূপনগরের চারঘাট বাজার-সহ বেশ কয়েকটি বাজারে প্রকাশ্যে বেগুন, কাঁকরোল-সহ নানা সব্জিতে রাসায়নিক রং মেশানো হচ্ছে বলে এলাকার মানুষ পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ করছিলেন।
সব্জিতে রং মেশানো মূলত স্বরূপনগরের হঠাৎগঞ্জ, বিথারি, শাঁড়াপুল, চারঘাট এবং বাদুড়িয়ার কেওটশা, রামচন্দ্রপুর, চাতরা-সহ বেশ কয়েকটি হাটে গেলেও চোখে পড়ে। ব্যবসায়ীদের একাংশের দাবি, মূলত সব্জি তাজা দেখানোর উদ্দেশেই মেথলা অথবা ড্রামের জলে মেশানো হয় তুঁতে এবং গায়ে মাখার রঙ ব্লু’কপাট নামক বিশেষ রাসায়নিক।


No comments