বংটাইমস ডিজিটাল ডেস্ক : ছবির প্রচারের জন্য অভিনেতারা আজকাল কত কিছুই না করেন। মিশন মঙ্গল-ছবির অভিনেতারাও সেরকমই এক অদ্ভুত ভিডিয়ো শেয়ার করেছেন।
সোনাক্ষী সিনহা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্…
বংটাইমস ডিজিটাল ডেস্ক : ছবির প্রচারের জন্য অভিনেতারা আজকাল কত কিছুই না করেন। মিশন মঙ্গল-ছবির অভিনেতারাও সেরকমই এক অদ্ভুত ভিডিয়ো শেয়ার করেছেন।
সোনাক্ষী সিনহা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে চেয়ার থেকে ধাক্কা মেরে অক্ষয় কুমারকে ফেলে দিলেন নায়িকা। আর তার পর হাসির ফোয়ারা।
ভিডিয়োতে তাঁদের সঙ্গে রয়েছেন ছবির বাকি নায়িকারাও। রয়েছেন তাপসী পান্নু, বিদ্যা বালান ও নিত্যা মেনন।ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নজর কেড়েছে নেটিজেনের। সোনাক্ষী সিনহা ও অক্ষয়ের বন্ধুত্বও বেশ পুরনো।
এর আগেও বেবি, জোকার, রাওডি রাঠোর, হলিডে এবং ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই দোবারা ছবিতে তাঁরা স্ক্রিন শেয়ার করেছেন। মিশন মঙ্গল ছবির পরিচালক জগন শক্তি। ১৫ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবিতে রয়েছেন শরমন জোশী ও কীর্তি কুলহারিও।


No comments