Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

স্ব-অধীন করতে হবে গাছ কে।

নিজস্ব সংবাদ;-  পূর্ব মেদিনীপুর জেলার চলো পাল্টাই গ্রুপের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রাখি বন্ধন, স্বাধীনতার ছোঁয়া আজ অনুষ্ঠিত হল হাওড়ার টিকিয়াপাড়া স্টেশন থেকে পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশন পর্যন্ত। সেই সঙ্গে বৃক্ষে জল দা…


নিজস্ব সংবাদ;-  পূর্ব মেদিনীপুর জেলার চলো পাল্টাই গ্রুপের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রাখি বন্ধন, স্বাধীনতার ছোঁয়া আজ অনুষ্ঠিত হল হাওড়ার টিকিয়াপাড়া স্টেশন থেকে পশ্চিম মেদিনীপুরের বালিচক স্টেশন পর্যন্ত। সেই সঙ্গে বৃক্ষে জল দান এর মধ্য দিয়ে আগামী স্বাধীন সবুজায়ন পক্ষ পালন কর্মসূচীর শুভ সূচনাও করা হয়।

এই কর্মসূচীর সূচনা করেন কাঁথির পরিবেশ প্রেমী সংস্থা ও সবুজ ব্যাংক এর কর্ণধার বিষ্ণু মাইতি, নাট্য কর্মী অণুপম মাইতি ও সাহিত্য খেলোয়াড় মতিলাল দাস। সবুজ ব্যাংকের কর্ণধার বিষ্ণু বাবু আজ শপথ নিলেন সারা জীবনে তিনি দু লক্ষ উনিশ হাজার পনেরটি বৃক্ষ তিনি রোপন করবেন।  আজকের স্বাধীনতার ছোঁয়া কর্মসূচীতে প্রায় সাতশ পোশাক ও শুকনো খাওয়ার হাওড়া থেকে বালিচক স্টেশন পর্যন্ত অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়।

ট্রেনের মধ্যে চলে রাখি বন্ধন। সম্প্রতির বন্ধনে আবদ্ধ হলেন অনেক যাত্রী।  সংগঠনের সম্পাদক মধুসূদন পড়ুয়া জানিয়েছেন, প্রতি বছর এই কর্মসূচী গ্রহণ করা হয়। তবে এ বছর চলো_পাল্টাই পরিবার পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক ক্যারিব্যাগ, থার্মকলের সামগ্রী বর্জন বিষয়ে জোর দিয়ে ট্রেনের যাত্রী থেকে হকারদের সচেতন করা হয়। ট্রেনের কামরার. মধ্যেই শুরু হয় কবিতা, গান ও সচেতনতা শিবির।

পথ চলতি নিত্য যাত্রীরা এই দেখে ভিড় জমায় এবং তাদের মুখে শোনা যায়, সত্যি আমাদের ভাবতে হবে আর আজ যেহেতু স্বাধীনতা দিবস তাই আজ শপথ নিতে হবে আমাদের  আগামী ভবিষ্যতের কথা ভেবে,

No comments