বংটাইম ডিজিটাল ডেস্ক :শেষ পর্যন্ত দিল্লি-আট্টারি চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস বাতিল করল ভারত। এর আগে গত ৮ অগস্ট ট্রেনটি বাতিল ঘোষণা করেছিল পাকিস্তান। রবিবার উত্তর রেলওয়ের তরফে সমঝোতা এক্সপ্রেস বাতিলের ঘোষণা করা হয়েছে।
সংবিধানের ৩৭০ …
বংটাইম ডিজিটাল ডেস্ক : শেষ পর্যন্ত দিল্লি-আট্টারি চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস বাতিল করল ভারত। এর আগে গত ৮ অগস্ট ট্রেনটি বাতিল ঘোষণা করেছিল পাকিস্তান। রবিবার উত্তর রেলওয়ের তরফে সমঝোতা এক্সপ্রেস বাতিলের ঘোষণা করা হয়েছে।
সংবিধানের ৩৭০ ধারা বাতিলের জেরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ হওয়ার পরে লাহোর থেকে আট্টারি সীমান্ত পর্যন্ত চলাচলকারী সমঝোতা এক্সপ্রেস বন্ধের ঘোষণা করে পাকিস্তান। সেই সময় ভারতের তরফে ট্রেন চালানোর উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রেনটি আট্টারি হয়ে দিল্লি ফেরত নিয়ে আসে ভারতীয় রেলের একটি ইঞ্জিন ও কর্মীরা।
এদিন উত্তর রেলের তরফে মুখ্য জনসংযোগকারী আধিকারিক (সিপিআরও) দীপক কুমার জানিয়েছেন, লাহোর থেকে আট্টারি যাতায়াতকারী '১৪৬০৭/১৪৬০৮ সমঝোতা এক্সপ্রেস পাকিস্তান বাতিল করার জেরে দিল্লি থেকে আট্টারি চলাচলের ১৪০০১/১৪০০২ লিংক এক্সপ্রেস ট্রেনটিও বাতিল ঘোষণা করা হল।' রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের জানিয়েছেন, ৩৭০ ধারা বাতিলের জেরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের মাত্রা উল্লখযোগ্য হারে কমবে। এদিন দিল্লিতে ইপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু রচিত একটি বই প্রকাশের অনুষ্ঠানে এসে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


No comments