নিজস্ব সংবাদঃ- ইউনিট সভাপতি লক্ষ্মন শীট কে কলেজের ইউনিয়ন রুমের দরজা বন্ধ করে,TMCp গুন্ডারা ব্যাপক মারধর করে মাথায় গুরুতর আঘাত লাগে,মারতে মারতে কলেজের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে ABVP কার্যকর্তারা তাকে উদ্ধার করে স্থানীয়…
নিজস্ব সংবাদঃ- ইউনিট সভাপতি লক্ষ্মন শীট কে কলেজের ইউনিয়ন রুমের দরজা বন্ধ করে,TMCp গুন্ডারা ব্যাপক মারধর করে মাথায় গুরুতর আঘাত লাগে,মারতে মারতে কলেজের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে ABVP কার্যকর্তারা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তার আঘাত গুরুতর বলে তাকে তমলুক হসপিটালে রেফার করে।উল্লেখ্য গত কয়েক দিন আগে এই কলেজে ABVP -TMCP ব্যাপক সংঘর্ষ বাধে, টিএমসিপি বহিরাগত দের নিয়ে কলেজ ইউনিয়ন রুমে কুরুচি কর কাজ কর্ম চালাচ্ছিল তার প্রতিবাদ করায় এবিভিপির কার্যকর্তা দের সাথে সংঘর্ষ বাধে, সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য কলেজ ইউনিটের সভাপতির আক্রমণ করে। জেলা সংযোজক চন্দ্রশেখর পয়ড়্যা বলেন কলেজে ABVP র শক্তি বৃদ্ধি পাচ্ছে তাই টিএমসিপি এবিভিপির শক্তি কে ভয় পাচ্ছে। কলেজ নির্বাচনে টিএমসিপির হার নিশ্চিত জেনে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।


No comments