Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

টুরিস্ট বাসের ধাক্কা আহত কুড়িজন।

নিজস্ব সংবাদঃ- শুক্রবার গভীর রাতে 6 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ট্রাকের পেছনে দ্রুত গতিতে বাসের ধাক্কা। পাঁশকুড়া থানার ধুলিয়াড়া বাসস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন বাসে কুড়ি জন যাত্রী। আহতদের প্রথমে পা…


নিজস্ব সংবাদঃ- শুক্রবার গভীর রাতে 6 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ট্রাকের পেছনে দ্রুত গতিতে বাসের ধাক্কা। পাঁশকুড়া থানার ধুলিয়াড়া বাসস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন বাসে কুড়ি জন যাত্রী। আহতদের প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে  ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের মধ্যে সাতজনকে কলকাতার বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে,  হাওড়ার বকুলতলা এলাকার একদল পর্যটক একটি টুরিস্ট বাসে করে রাঁচি থেকে বাড়ি ফিরছিলেন। 6 নম্বর জাতীয় সড়কের ধুলিয়াড়া বাসস্ট্যান্ডের কাছে  দাঁড়িয়ে থাকা বালি বোঝাই লরি পেছনে ধাক্কা মারে বাসটি। ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গাড়ির পেছনে ঢুকে যায়। বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা রাতেই ঘটনাস্থলে আসেন। আহত যাত্রীদের বাস থেকে উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া যাত্রীদের চিকিৎসার জন্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকেই গুরুতর আহত সাত জন পর্যটককে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
 ট্রাক ও দুর্ঘটনাগ্রস্ত বাস দুটিকেই আটক করা হয়েছে।

No comments