Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

জেলে যেতে তৈরি আছি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মানতে রাজি নই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন

বংটাইমস নিউজ;-  জেলে যেতে তৈরি আছি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মানতে রাজি নই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মোদী সরকারকে তুলোধনা করে ।আজ আমার ভাইকে ডাকছে। কাল…


বংটাইমস নিউজ;-  জেলে যেতে তৈরি আছি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মানতে রাজি নই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মোদী সরকারকে তুলোধনা করে ।আজ আমার ভাইকে ডাকছে। কাল হয়তো আমায় ডাকবে। কিন্তু বিজেপির  সামনে মাথা নোয়াব না৷ এদিন মেয়ো রোডে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল৷ সেই অনুষ্ঠানেই মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে নাম না করে মুকুল রায়কে আক্রমণ করেন মমতা। বলেন, “বলছে ১০৭ জন বিধায়কের নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আগে ৭ জনের নাম বার কর। এত সস্তা না। আমরা বাংলায় লড়াই করি। তাই ওদের বাংলা চাই। আজ আমার ভাইকে ডেকেছে। কাল আমাকে ডাকবে। আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মানতে রাজি নই।’ জেলে গেলে ভাবব, স্বাধীনতা সংগ্রাম করছি, দেশ পরাধীন হয়ে গিয়েছে৷”তৃণমূল সুপ্রিমো বলেন, ” বিজেপি শুধু ধর্মের বাজার বসিয়েছে৷ বাংলার মানুষকে মনে রাখতে হবে বিজেপি খাবার, আশ্রয় দেবে না৷ আজ ভবিষ্যদ্বাণী করে যাচ্ছি, ওরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যাচ্ছে। জেনে রেখে দিন, আজ শিক্ষিত সমাজ, বিদ্বজনদের কাছে ভবিষ্যদ্বাণী করে যাচ্ছি, একটা নির্বাচন, একটা নেতা, একটা রাজনৈতিক দল, একটা জরুরি অবস্থা, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে যাচ্ছে ভারতবর্ষ। দুঃখের কথা এজন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিলেন, লক্ষ কোটি মানুষ প্রাণ দিয়েছেন। আর আজ দেশ দখল করবে বলে সবাইকে টাকা দিচ্ছে, ভয় দেখাচ্ছে৷”আরবিআই ইস্যুতে এদিন মোদী সরকারকে একহাত নিয়েছেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, “কয়েকজন অবসরপ্রাপ্ত লোককে বিভিন্ন প্রতিষ্ঠানের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করে বলল, ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা দিয়ে দিল। কার টাকা? জনগণের টাকা, দেশের টাকা। দেশের যদি বিপদ আসে, তাহলে টাকা থাকবে না। দেশের জন্য গচ্ছিত সোনা থাকে। আজ সেটাও নেই। সব চলে গিয়েছে।”


No comments